বুধবার, ১১ই ডিসেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সকাল ৬:২৬
Home / অনুসন্ধান / লাল সবুজের বুকে শুয়ে আছে বিউটির রক্তাক্ত লাশ!

লাল সবুজের বুকে শুয়ে আছে বিউটির রক্তাক্ত লাশ!

কমাশিাসা অনুসন্ধান: স্বাধীনতার মাসে যেন সেই পরাধীনতা আবার ফিরে এসেছে! এটাই বুঝি আমাদের স্বাধীনতার প্রাপ্তি? নারী স্বাধীনতার নামে যারা চিল্লায় চিৎকার করে তারা এখন কুথায়?

হবিগঞ্জের মেয়ে বিউটি আক্তারকে ধর্ষণের পর খুন করে হাওয়ের পাশে ফেলে রাখা যায় দুর্বৃত্তরা। এর মাস দুয়েক আগেও বিউটিকে ধর্ষণ করা হয়। বিউটির বাবা সায়েদ আলি হবিগঞ্জ আদালতে মেয়ের ধর্ষণের বিচার চেয়ে মামলাও করেন ব্রাম্মনডোরা ইউপির বর্তমান সংরক্ষিত মহিলা আসনের মেম্বার কমল চান ও তার পুত্র কবীর সহ ৩ জনকে আসামী করে। কিন্তু গ্রাম্য মাতব্বর ও ক্ষমতাসীনদের প্রভাবে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি সেই সময়ে।

কয়েকদিন পর বিউটি আবার নিখোঁজ হয়। পুণরায় বিউটিকে ধর্ষণ করা হয়। নাহ এবার আর তাকে জীবিত ছেড়ে দেয়া হয়নি। ধর্ষণের পর নির্মমভাবে খুন করে হাওরের পাশে বিউটিকে ফেলে রেখে চলে যায় তারা। নাহ! পুলিশ এবারো কাউকে আটক করতে পারেনি।

মাত্র ১৬ বছরের কিশোরী এই মেয়েটি শুয়ে আছে। শুয়ে আছে  স্বাধীন বাংলাদেশের লাল সবুজের বুকে বিউটি লাশ হয়ে রক্তাক্তবস্থায় শুয়ে আছে। বিউটিরা কি কখনো বিচার পাবে?

সুত্র: অনলাইন

 

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...