বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারি, ২০২৬ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ বিকাল ৪:৪৬
Home / ফিকহ / মুসাফিরের কোরবানি প্রসংগে

মুসাফিরের কোরবানি প্রসংগে

শাইখ বাহাউল ইসলাম-

প্রশ্ন:-মুসাফিরের উপর কি কোরবানি ওয়াজিব?
উত্তর:-যে ব্যক্তি কুরবানির দিনগুলোতে মুসাফির থাকবে (অর্থাৎ ৪৮ মাইল বা প্রায় ৭৮ কিলোমিটার দূরে যাওয়ার নিয়তে নিজ এলাকা ত্যাগ করেবে) তার উপর কুরবানি ওয়াজিব নয়। সুতরাং যে সব হাজী সাহেব মুসাফির থাকবেন তাদের উপর সম্পদের কোরবানি ওয়াজিব হবেনা।
والله اعلم بالصواب
ফাতাওয়া কাযীখান ৩/৩৪৪, বাদায়েউস সানায়ে ৪/১৯৫, আদ্দুররুল মুখতার ৬/৩১৫

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

শবে বরাত ও প্রাসঙ্গিক কিছু কথা

শবে বরাত ও প্রাসঙ্গিক কিছু কথা শবে বরাতের আভিধানিক অর্থ অনুসন্ধান: শব ফারসি শব্দ। অর্থ ...