শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১:১৫
Home / হাদিস / যিলহজ্ব মাসের আমল প্রসংগে

যিলহজ্ব মাসের আমল প্রসংগে

শাইখ বা্হাউল ইসলাম-

যিলহজ্বের চাঁদ দেখার পর থেকে কোরবানীর আগ পর্যন্ত নিজের নখ, চুল, মোচ, নাভীর নিচের পশম ইত্যাদি না কাটা। এটা মুস্তাহাব আমল।
হযরত উম্মে সালামা রা. হতে বর্ণিত, রাসূলুল্লাহ সা:বলেছেন-
তোমরা যদি যিলহজ্ব মাসের চাঁদ দেখতে পাও আর তোমাদের কেউ কোরবানী করার ইচ্ছা করে তবে সে যেন স্বীয় চুল ও নখ কাটা থেকে বিরত থাকে। অন্য হাদীসে আসছে কোরবানী না করলেও যেন এই আমল করে। আল্লাহ পাক এতে পুরো কোরবানীর সাওয়াব দান করবেন।সুবহান আল্লাহ।
________মুসলিম ও আহমাদ

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

এতদঞ্চলে ‘আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ’ : পরিচিতি, মহিমা ও মজলুমি-৩

মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক (শেষ পর্ব)  কিছু বই, চ্যালেঞ্জ ও বাস্তবতা আলোচ্য পুস্তিকাটিতে প্রথমে কিছু ...