শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ৯:২৫
Home / খোলা জানালা / রাষ্ট্রীয় সন্ত্রাস ও তার পরিণতি

রাষ্ট্রীয় সন্ত্রাস ও তার পরিণতি

বিল্লাহ আবুজারাহ::

1470046_658650627513358_1493922023_n‘আর আমি বনী-ইসরাইলকে পার করে দিয়াছি নদী। তারপর তাদের পশ্চাদ্ধাবন ফিরআউন ও তার সেনাবাহিনী,দুরাচার ও বাড়াবাড়ির উদ্দেশ্যে। এমনকি তারা যখন ডুবতে শুরু করল, তখন বলল, এবার বিশ্বাস করে নিচ্ছি যে, কোন মাবুদ তাকে ছাড়া যার উপর ঈমান এনেছে বনী-ইসরায়েল। বস্ত্ততঃ আমি ও তারই অনুগতদের অন্তর্ভুক্ত । এখন একথা বলেছ,অথচ তুমি ইতিপূর্বে না-ফরমানী করেছে। এবং পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিলে। অতএব আজকের দিনে বাঁচিয়ে দিচ্ছি আমি তোমার দেহকে যাতে তোমার পশ্চাদবর্তীদের জন্য নিদর্শন হতে পারে।’ -সুরা ইউনূস

‘অতঃপর আমি কারুনকে ও তার প্রসাদকে ভূগর্ভে বিলিন করে দিলাম । তার পক্ষে আল্লাহ ব্যতীত এমন কোন দল ছিলনা,যারা তাকে সাহায্য করতে পারে এবং সে নিজেও আত্মরক্ষা করতে পারলনা। -সুরা আল কাসাস

وليذكر أولوا الالباب  এবং যাতে বুদ্ধিমানরা চিন্তা ভাবনা করে। রাস্ট্রীয় সন্ত্রাসীরা হয়েউঠে বেপরোয়া অশুভ পরিণতি, অনাকাঙ্ক্ষিত ও শোচনীয় বিপর্যয়ের কথা নিশ্চিত জেনেও ক্ষমতার নিশায় সেই ডর -ভয় মন-মস্তিষ্ক থেকে একেবারেই চলেযায়। ক্ষমতার লোভে হয়ে যায় দিশাহারা গুম খুন হয়েযায় দৈনন্দিন জীবনের কর্মসূচি।

পাগলা কুকুরের ন্যায় হয়ে উঠে মানুষখেকু। রক্তের নিশায় হয়েযায় হায়েনা, নির্দয় নির্মম হয়েযায় পাষন্ড ইয়াজিদের ন্যায়, সন্ত্রাসী কার্যক্রম ও গনহত্যা করে হিটলারের মত, মানিদের করে অপমান, গুণীজনদের করে লাঞ্ছিত, সকল চুর, ডাকাত, বাটপাড়, টেন্ডারবাজ, চাঁদাবাজ, সুদখোর, ঘোষখোর, মদুড়ী, সন্ত্রাসীদের জন্য রাষ্ট্র হয়ে উঠে আশ্রয়কেন্দ্র। নেতৃত্বের রঙ্গিন স্বপ্নে হাতছানি দেয়,ফন্দি ফিকির আঠতে থাকে ক্ষমতা ধরে রাখতে আমরণ! বিরোধী শক্তিকে দমন করতে গিয়ে নিজের অজান্তেই নিজেই এক দৃষ্টান্তমূলক করুন পরিণতির শিকার হয়। ইতিহাসে রয়েছে তার অনেক নজির। যেমন ফিরআউন, নামরুদ, সাদ্দাদ, হামান, কারুন,আবু জাহল, উতবা, সাইবা, আর মিশরের জামাল নাসের, তুরস্কের কামাল পাশা, ইরানের রেজা শাহ পাহলভী, আফগানিস্তানের নজীবুল্লাহ, আর বাংলার ফিরআউনের কি হয়েছিল কারো অজানা নয়। গেল কয়েক বছরে আর কত ডিক্টেটর আরব স্প্রিংগের জুয়ারের সাথে সাথে অস্তিত্ব হারালো তাও সকলের জানা । বর্তমান মিডিলইস্ট প্রেক্ষাপট তার জলন্ত প্রমাণ। ان في ذلك لعبرة لاولي الابصار. নিশ্চয় তাতে রয়েছে বুদ্ধিমানদের জন্য শিক্ষনীয় বিষয়।

লেখক: কমাশিসা লন্ডন প্রতিনিধি। লেখক শিক্ষক গবেষক।

 

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কাশ্মীরে অভিযান আরও জোরদার করেছে ভারত

কমাশিসা: জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযান আরও জোরদার করেছে ভারত। স্থানীয় পুলিশ, প্যারামিলিটারি ও সেনাবাহিনীর সদস্যরা জেলায় ...