শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সকাল ১০:৪৮
Home / রাজনীতি / কমলগঞ্জের পতনঊষার ছাত্র মজলিসের কর্মী শিক্ষাসভা অনুষ্ঠিত

কমলগঞ্জের পতনঊষার ছাত্র মজলিসের কর্মী শিক্ষাসভা অনুষ্ঠিত

cm komol 3নব্য জাহিলিয়াতের চ্যালেঞ্জ মোকাবিলায় চারিত্রিক মাধুর্যতা ও নৈতিকতার বলে বলিয়ান হতে হবে -মুহাম্মদ এহসানুল হক

ছাত্র মজলিসের মৌলভীবাজার জেলা সভাপতি মুহাম্মদ এহসানুল হক বলেন, বামগোষ্ঠীরা ইসলামের সুমহান আদর্শের ভয়ে ভীত হয়ে ইসলাম বিদ্বেষী একের পর এক ষড়যন্ত্র করছে। সকল ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিয়ে সর্বস্তরের ছাত্র সমাজের কাছে  ইসলামের আদর্শ পৌঁছাতে ছাত্র মজলিস কর্মীদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে নব্য জাহিলিয়াতের চ্যালেঞ্জ মোকাবিলায় ইসলামী ছাত্র মজলিসের প্রতিটি কর্মীকে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হওয়ার পাশাপাশি চারিত্রিক মাধুর্যতা এবং নৈতিকতার বলে বলিয়ান হয়ে যোগ্যতা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। ছাত্র মজলিস পতনঊষার ইউপি শাখার কর্মী শিক্ষা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
ছাত্র মজলিস কমলগঞ্জ উপজেলাধীন পতনঊষার ইউপি শাখার উদ্যোগে শুক্রবার (৬ অক্টোবর) কমলগঞ্জের পতনঊষার স্থানীয় মিলনায়তনে নির্ধারিত কর্মীদের নিয়ে দিনব্যাপি এক কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত হয়।
ছাত্র মজলিস পতনঊষার ইউপি সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে ও সেক্রেটারি শাহ নেওয়াজের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মুহাম্মদ এহসানুল হক। ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মুহাম্মদ এহসানুল হক আরো বলেন, দ্বীন কায়েমের আন্দোলনের কর্মীরা একদিকে মেধাবী হবে, অন্যদিকে একজন আপোষহীন দ্বীনের ধারক হতে হবে। উভয়ের মধ্যে সামঞ্জস্য না থাকলে ইসলামী বিপ্লব কখনো সম্ভব নয়।
সভায়  বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা ছাত্র মজলিসের প্রাক্তন বায়তুলমাল সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, ছাত্র মজলিস কমলগঞ্জ উপজেলা সভাপতি দিলওয়ার হোসাইন, ছাত্র মজলিসের সাবেক কমলগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আব্দুল হাফিজ, মাওলানা এনায়েত উল্লাহ, কমলগঞ্জ উপজেলা সেক্রেটারি সালমান আহমদ সালেহ, খেলাফত মজলিস পতনঊষার ইউপি সভাপতি মাওলানা শেখ আবদুল বাছিত সিদ্দিকী, সহ-সেক্রেটারি মাওলানা সাইফুর রহমান প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্র মজলিস কমলগঞ্জ উপজেলা বায়তুলমাল সম্পাদক শিহাব উদ্দিন,  ছাত্র মজলিস বৃন্দাবনপুর আবাসিক শাখা সভাপতি ইসমাঈল হোসাইন প্রমুখ।
দিনব্যাপি শিক্ষা সভায় দারসে কুরআন, নির্ধারিত বিষয়ের উপর আলোচনা, মুখস্থকরণ, হাতে-কলমে শিক্ষাসহ প্রভৃতি অ্যাজেন্ডা অর্ন্তভুক্ত ছিলো।  প্রেস বিজ্ঞপ্তি

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

আজান শুনে ক্ষেপে গেলেন আ’লীগ নেতা আনহার চেয়ারম্যান!

নিজস্ব প্রতিবেদক : আনহার মিয়া। বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ...