তৈয়্যিবুর রহমান চৌধুরী :: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আগামি শনিবাবের জাতীয় কাউন্সিলকে সফল করতে ছাত্র জমিয়তের সাবেক ও বর্তমান কেন্দ্রীয় নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। আজ সন্ধায় জামেয়া মাদানিয়া বারিধারাস্থ ক্যাম্পাসে অনুষ্টিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ছাত্র জমিয়তের সাবেক সফল কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল, নন্দিত সংসদ সদস্য এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী।
এতে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়তের প্রতিষ্ঠাকালিন সেক্রেটারী জেনারেল প্রিন্সিপাল মাওলানা মঞ্জুরুল ইসলাম, সিনিয়র সহসভপতি মাওলানা শরিফ মু. ইয়াহইয়া, প্রতিষ্ঠাতা প্রশিক্ষন সম্পাদক মাওলানা ফয়যুল হাসান খাদিমানী, সাবেক কেন্দ্রীয় সহসভপতি, যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুতিউর রহমান গাজিপুরী, সাবেক কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল, যুব জমিয়তের বর্তমান অাহবায়ক মাওলানা জিয়াউল হক কাসেমী, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা নজরুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় সিনিয়র সহসভপতি মাওলানা নাসিরুদ্দিন খান, সাবেক সিনিয়র সহসভপতি মাওলানা শারফুদ্দীন ইয়াহইয়া কাসেমী, সাবেক সহসাংগঠনিক সম্পাদক, দক্ষিন সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, সাবেক কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারী মাওলানা সৈয়দ সালিম কাসেমী, সাবেক অান্তর্জাতিক সম্পাদক মাওলানা অাখতারুজ্জামান, সাবেক প্রচার সম্পাদক মাওলানা অাবু বকর সরকার, ছাত্র জমিয়তের বর্তমান কেন্দ্রীয় সভাপতি মাওলানা শরিফুল ইসলাম, সিনিয়র সহসভপতি মাওলানা ইমরানুল বারী সিরাজী, সেক্রেটারী জেনারেল হাফেজ ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক তোফায়েল গাজ্জালী। সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা খন্দকার ফখরুদ্দীন হোসাইনী, মাওলানা মুতিউর রহমান, ছাত্র জমিয়ত নেতা নুর মোহাম্মদ কাসেমী, মাওলানা ইলিয়াস আহমদ, ঈসহাক কামালী, শাব্বির আহমদ রাজি, মাওলানা অাব্দুল্লাহ অাল বাকী, মাওলানা রেজাউল করিম প্রমুখ।
Tags ছাত্র জমিয়তের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
এটাও পড়তে পারেন
আজান শুনে ক্ষেপে গেলেন আ’লীগ নেতা আনহার চেয়ারম্যান!
নিজস্ব প্রতিবেদক : আনহার মিয়া। বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ...