তারা কমিউনিস্টদের ধরে নিয়ে যেতে এল, আমি নীরব ছিলাম, কারন আমি কমিউনিস্ট নই। তারা যখন শ্রমিক ইউনিয়নের লোক গুলোকে ধরে নিয়ে গেল, আমি কথা বলিনি, কারন আমি শ্রমিক নই।তারপর তারা ফিরে এল ইহুদিদের ধরে নিয়ে যেতে, আমি চুপ ছিলাম, কারন আমি ইহুদি নই। এবার তারা ফিরে এল ক্যাথলিক দের ধরে নিয়ে যেতে, আমি কোনো কথা বলিনি, কারন আমি ক্যাথলিক নই। শেষবার তারা ফিরে এল আমাকে ধরে নিয়ে যেতে। কেউ আমার পক্ষে কথা বললো না, কারন তখন আর কেও বেচে ছিল না…..
(মার্টিন নেইমলারের দ্বিতীয় বিশ্বযুদ্ধের গণহত্যার প্রেক্ষিতে লেখা)