বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ বিকাল ৩:৫২
Home / অনুসন্ধান / একজন মানব সেবকের বেনজির দাস্তান !

একজন মানব সেবকের বেনজির দাস্তান !

12066015_1654632548146590_6060435387536329970_n দা’ঈ ইলাল্লাহ এমনই তো হওয়া চাই:
ড. আব্দুর রহমান আস্ সুমাইত একজন দা’ঈ ইলাল্লাহ্। আফ্রিকায় ২৯ বছর কাটিয়েছেন দাওয়াতী কাজে। এই সময়ে-
১. তাঁর হাতে ইসলাম গ্রহণ করেছেন ১১ মিলিয়ন অমুসলিম।
২. ৫ হাজার ৭ শত মসজিদ নির্মাণ করেছেন।
৩. ১৫ হাজার এতিমের ভরণ-পোষণ এর দায়িত্ব নিয়েছেন।
৪. ৯ হাজার ৫ শত নলকূপ (পানি পানের) স্থাপন করেছেন।
৫. ৮৬০ টি মাদরাসা প্রতিষ্ঠা করেছেন।
৬. ৪ টি ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছেন।12115647_1654632514813260_2812501789744499950_n
৭. ২০৪টি ইসলামী মারকায (দাওয়াহ্ সেন্টার) স্থাপন করেছেন।

আমরা ক’জনে তাঁকে চিনি? তাঁর এই মহান কাজকে আমরা ক’জনে মূল্যায়ন করেছি? আল্লাহর তাঁর কাজকে কবুল করুন এবং তিনাকে জান্নাতের সর্বোচ্চ মাক্বাম দান করুন।12189560_1654632434813268_9188317577609754016_n

আসুন, মহান এই দা’ঈ ইলাল্লাহ সম্পর্কে একটু জেনে নেই:
12208476_1654632461479932_2783812938008046695_n১. তিনি জন্ম গ্রহণ করেছেন কুয়েতে ১৯৪৭ সালে।
২. পেশায় একজন ডাক্তার।
৩. ডাক্তারি পড়েছেন, বাগদাদ, লিভারপুল ও কানাডায়।
৪. দাওয়াতী কাজের জন্য হিজরত করেছেন আফ্রিকার মাদাগাস্কার-এ।12191753_1654632531479925_7458735657874552924_n
৫. আমৃত্যু তিনি সেখানে ছিলেন।
৬. দাওয়াতী কাজের পুরষ্কার স্বরূপ কিং ফয়সল এওয়ার্ড পেয়েছেন।
৭. আমেরিকায় ডাক্তারি পড়ায় চান্স পেয়েও তিনি সেখানে যাননি এ জন্য যে, যখন তিনি জানলেন, বাগদাদ বিশ্ববিদ্যালয়ে নাকি কেউ ডাক্তারিতে পড়তে গেলে পাশ করতে পারে না। তিনি জেদ বশত সেখানে গিয়ে ডাক্তারি পাশ করে দেখিয়েছেন। এরপর বৃটেনের লিভারপুল এবং কানাডায় ডাক্তারি বিষয়ক বিভিন্ন কোর্স সম্পন্ন করেন।
৮. ইখওয়ানুল মুসলেমিন এবং তাবলীগ জামাতের সাথে তাঁর সখ্যতা ছিল।
৯. ২০১৩ সালের ১৫ আগস্ট তিনি ইন্তেকাল করেন। লক্ষ লক্ষ মানুষ তাঁর জানাযায় উপস্থিত হন। তাঁকে কুয়েতে সমাহিত করা হয়। (সংগৃহীত)12191669_1654632478146597_225815702300079415_n

 

 

 

 

 

আরো বিস্তারিত জানতে পড়ুন:

https://ar.wikipedia.org/…/%D8%B9%D8%A8%D8%AF_%D8%A7%D9%84%…

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...