শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ৪:৫৪
Home / প্রতিদিন / প্রথম সাক্ষাতে…

প্রথম সাক্ষাতে…

Komashisha-Logo 01

ইলিয়াস মশহুদ ::
কোরিয়ায় ভদ্র পরিবারগুলোর একটা সুন্দর রীতি হচ্ছে, প্রথম সাক্ষাতে নাম জানতে চাওয়ার আগে বয়স জানতে চায়। যাতে কথা বলার সময় উপযুক্ত সম্বোধন করতে পারে।
= এটা প্রজ্ঞার পরিচয়।
মিসরে কেউ কেউ প্রথম সাক্ষাতেই পেশা সম্পর্কে জানতে চায়। যাতে কী সুবিধা লাভ করা যায়, সেটা বুঝতে সহজ হয়।
= এটা হল স্বার্থপরতা।
উপসাগরীয় দেশগুলোতে কেউ কেউ প্রথম সাক্ষাতেই গোত্র-বংশ সম্পর্কে জানতে চায়। যাতে প্রথমেই আন্দাজ করে নিতে পারে, সম্মান করবে নাকি অসম্মান করবে।
=এটাকে গোত্রপ্রীতি বলে।

About Abul Kalam Azad

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...