বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কুলাউড়া উপজেলা শাখার কর্মী সমাবেশ গত ২২ অক্টোবর কুলাউড়াস্থ এ-ওয়ান রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা শাখার সেক্রেটারী সালাহ উদ্দিন সাকি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ সম্পাদক কামরুল ইসলাম, সাবেক কুলাউড়া উপজেলা সভাপতি হাফিজ আব্দুল আহাদ। সভা শুরু হয় কর্মধা টাইটেল মাদ্রাসা শাখার সভাপতি তামিম আহমদের সুমধুর তেলাওয়াতে। পরিশেষে সর্বসম্মতিক্রমে ২০১৫-১৬ সেশনে কুলাউড়া উপজেলা উত্তর ও দক্ষিণ শাখা পূনর্গঠন হয়। কুলাউড়া উত্তর উপজেলা শাখার দায়িত্বশীলরা হলেন: সভাপতি মিফতাহ উদ্দিন, সেক্রেটারী শামীম আহমদ, বায়তুলমাল সম্পাদক শাহরিয়ার হুসেন ছানি।
কুলাউড়া দক্ষিণ উপজেলা শাখার দায়িত্বশীলরা হলেন সভাপতি- তামিম আহমদ, সেক্রেটারী- মতিউর রহমান ।
পরিশেষে দোয়া পরিচালনা করেন মাওলানা হাবিবুর রহমান।
