মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ দুপুর ২:০৬
Home / প্রতিদিন / ছাত্র মজলিস সিলেট জোনের বিভাগীয় জোনাল দায়িত্বশীল সভা অনুষ্ঠিত।

ছাত্র মজলিস সিলেট জোনের বিভাগীয় জোনাল দায়িত্বশীল সভা অনুষ্ঠিত।

20151023_145822বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট জোনের উদ্যোগে গতকাল ২৩ অক্টোবর শুক্রবার সকাল ১০ টা ৩০মিনিটে সিলেট মহানগরী মজলিস মিলনায়তনে সিলেট জোনের বিভাগীয় জোনাল দায়িত¦শীল সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায় বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভপতি জনাব সোহাইল আহমদের সভাপতিত্বে উক্ত সভায় কর্মসূচির মধ্যে শাখা সমূহের বার্ষিক পরিকল্পনা ও দ্বি-মাসিক রিপোর্ট পর্যালোচনা করা হয় । সভাপতির বক্তব্যে তিনি বলেন দু:শাসন থেকে জাতিকে মুক্ত করার লক্ষ্যে ছাত্র মজলিসের প্রতিটি কর্মীকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। বর্তমান সমাজে কিছু নামধারী দলীয় ছাত্র কেডারদের কারণে ছাত্র সমাজকে ধ্বংস করার পাশাপাশি জাতিকে ধ্বংস করার জন্য তারা গভীরভাবে ষড়যন্ত্র চালাচ্ছে।এই সংকটময় দূর্দিনে দু:শাসন থেকে জাতিকে মুক্ত করার লক্ষ্যে ছাত্র মজলিসের প্রতিটি কর্মীকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজালিস সিলেট মহানগরী সভাপতি অধ্যাপক বজলুর রহমান।

দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগরী সভাপতি মুহাম্মদ ইসহাক, সিলেট পূর্ব জেলা সভাপতি মুহাম্মদ খায়রুল ইসলাম, সিলেট পশ্চিম জেলা সভাপতি আহমদ মাহফুজ আদনান, মৌলভীবাজার জেলা সভাপতি মুহাম্মদ এহসানুল হক, শাবিপ্রবি সভাপতি ইউসুফ আলী, মৌলভীবাজার শহর সভাপতি মুহাম্মদ জাহিদুল ইসলাম, সিলেট মহানগরী সেক্রেটারি মুহাম্মদ শাহীন, শাবিপ্রবি সেক্রেটারি খসরুল আলম, মৌলভীবাজার জেলা সেক্রেটারি মুহাম্মদ ফরহাদ সাইফুল্লাহ, সুনামগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ আলমগীর হোসাইন, সিলেট পূর্ব জেলা সেক্রেটারি বিলাল আহমদ চৌধুরী, হবিগঞ্জ জেলা বায়তুলমাল সম্পাদক শিব্বির আহমদ আবির, সিলেট মহানগরী অফিস ও প্রচার সম্পাদক মোহাম্মদ নাসিরুদ্দীন প্রমুখ। বিজ্ঞপ্তি।

About Abul Kalam Azad

এটাও পড়তে পারেন

কওমি কল্যাণ ট্রাস্ট- বাস্তবতা ও প্রয়োজনীয়তা

খতিব তাজুল ইসলাম: ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...