সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১:১৭
Home / আকাবির-আসলাফ / গ্রেট সালাদিন
ছবি : গুগল

গ্রেট সালাদিন

 

সাইফ সিরাজ

 

সালাহুদ্দীন আইয়ুবী: ০১

ছবি : গুগল
ছবি : গুগল

বীর সালাদিন গ্রেট সালাদিন ইতিহাসে মূর্ত
লড়াই মাঝেও সরল-সহজ নয় কখনও ধূর্ত
কূটচালে হায়! ক্রুসেডারের সব আচরণ বন্য
তাও অবিচল মিথ্যা অচল মুসলমানের জন্য।

লড়াইকালে রুগের শিকার শত্রু দলের রাজা
এই তো সময় দিতে পারে ইচ্ছে মতন সাজা
কিন্তু সেদিন গ্রেট সালাদিন ছদ্মবেশে একা
সেবক সেজে রাজার সাথে করল গিয়ে দেখা।

বীরের সেবায় সুস্থ রাজা খবর জানে পরে
সন্ধি করার দূত এসে যায় সালাদিনের ঘরে
এটাই ছিল মুসলমানের যুদ্ধ নীতির কথা
শত্রু হলেও মানব সবাই বোধের গভীরতা।

এই সালাদিন হৃদয় জয়ী যুদ্ধে গাজী হয়ে
ঈমানদারীর দাবী রাখে রক্ত নিজের ক্ষয়ে
মদ নারী ও টাকার ফাঁদে শত্রু আনে সৈন্য
রব্বে কাবা বুঝায় হঠাৎ কী যে তাদের দৈন্য

ফাঁদের পরে ফাঁদ পেতে যায় যুদ্ধ নীতির বাইরে
সালাদিনের কাছে ফাঁদের বিশেষ কদর নাইরে
ক্রুসেডারের বিশাল বহর আসত মিশর রুখতে
হারতো সদাই লড়াই হলে জীবন দিত মুফতে।

ইউরোপে তাই বীর আইয়ুবী গ্রেট সালাদিন হলো
এমন অতীত রেখেও তুমি হতাশ কেনো বলো?

Saif Siraj komashisha

লেখক : কবি

 

About Abul Kalam Azad

এটাও পড়তে পারেন

বিশ্ব ইজতেমায় গেলে কি হজ্বের সওয়াব মিলে?

খতিব তাজুল ইসলাম: তাবলীগ জামাতের সংকট ও কয়েকটি প্রশ্ন? তাবলীগ জামাত নিয়ে যে সংকট সেটা ...