সংসদ ভেঙ্গে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে ভোটগ্রহণসহ একগুচ্ছ প্রস্তাব নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। আলোচনায় শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে নয় বলে সুপারিশ তুলে ধরেছে তারা।
দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নিয়েছে। যদি বিএনপি ইসিকে ১৭ সদস্য সংলাপে অংশ নেবে বলে একটি তালিকা দিয়ে জানিয়েছিল। কিন্তু ওই তালিকায় থাকা এমকে আনোয়ার এবং আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত হননি।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে সংলাপ শুরু হয় বেলা ১১টায়।
এতে বিএনিপর পক্ষ থেকে একটি লিখিত প্রস্তাবনা সিইসির কাছে উপস্থাপন করা হয়। লিখিত প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে- নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন, চলতি সংসদ ভেঙ্গে নির্বাচন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন নয় ইত্যাদি।
লিখিত প্রস্তাবে দলটি নিরপেক্ষ সরকারের কোনো রূপরেখা তুলে ধরেনি। পরে তারা এই রূপরেখা দেবে বলে উল্লেখ করা হয়েছে।