শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সকাল ১০:৪২
Home / আন্তর্জাতিক / কাশ্মীরে সেনাক্যাম্পে হামলা; ৩ সেনা নিহত

কাশ্মীরে সেনাক্যাম্পে হামলা; ৩ সেনা নিহত

অনলাইন ডেস্ক : ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে সেনাক্যাম্পে হামলায় তিন সেনাসদস্য নিহতের খবর পাওয়া গেছে। তাদের মধ্যে একজন সেনা কর্মকর্তা, বাকি দুজন জওয়ান। এ সময় গুলিতে হামলাকারী দুজনও মারা গেছে বলেও জানা গেছে।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে কাশ্মীরের কুপওয়ারা জেলার সেনাক্যাম্পে এ হামলার ঘটনা ঘটে।

টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির খবরে বলা হয়েছে, পাকিস্তান-ভারত সীমান্তরেখার কাছাকাছি এই সেনাক্যাম্পে জঙ্গিরা অতর্কিতে হামলা চালায়। তখন পুলিশও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে প্রায় চার ঘণ্টা গোলাগুলি চলে।

সেনা সূত্র জানিয়েছে, ওই এলাকায় তল্লাশি অভিযান চলছে।

গত বছর উরিতে এ ধরনের একটি হামলায় ১৯ সেনাসদস্য নিহত হয়েছিলেন। ওই হামলাকারীরা পাকিস্তান থেকে এসেছিল বলে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়। এ ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে।

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

বিশ্ব ইজতেমায় গেলে কি হজ্বের সওয়াব মিলে?

খতিব তাজুল ইসলাম: তাবলীগ জামাতের সংকট ও কয়েকটি প্রশ্ন? তাবলীগ জামাত নিয়ে যে সংকট সেটা ...