বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ৯:০৫
Home / কবিতা-গল্প / কম্পিত পৃথিবীর ইতিহাস

কম্পিত পৃথিবীর ইতিহাস

জসমি মারুফ

যখন পৃথবিী কম্পতি হবে তাঁর সমস্ত ক্রোধে
ভূকম্পনে উৎক্ষপ্তি হবে আকাশ বাতাস
মৃত্তকিার গহ্বর থকেে উল্টে যাওয়া সম্পদরে পাহাড়,
এর কী হলো-
মানুষের চোখে মুখে বিস্মিত চিহ্ন,
সে দিন বর্ণিত হবে সমস্ত ইতিহাস
পালনকর্তার আদেশে অজানা অনেক কথা
বিভক্ত হবে দলে দল,আপন কর্মের জন্য ।

অতঃপর দখানো হবে, জীবনের প্রথম থেকে শেষ
যা অর্জিত হয়েছে পাপ, অনুতাপ এবং অনুরাগে
এক বিন্দু সর্ৎকম থেকে
দূরবীন চোখে অনু পাপ হলওে,
পৃথিবীর কাছে আজ বাকহীন মানুষ
কেবল হতাশার ধ্বনি ছুড়ে দেবে সপ্তম আকাশে ।

(সূরা যিলযাল এর বাংলা অনুবাদ থেকে)

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

ইসলামের পাঁচটি ভিত্তি

মুয়াজ বিন এনাম কালেমা না জানলে কেহ মুমিন হতে পারবেনা মানলে তবে কূ-মন্ত্রনার সমনে কভূ ...