রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সকাল ১০:৫৫
Home / রাজনীতি / বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার শুরা সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার শুরা সম্মেলন অনুষ্ঠিত

শায়খুল হাদীস মাওলানা রেজাউল হক সভাপতি ও মাওলানা ফয়েজ আহমদ সাধারন সম্পাদক পূনঃনির্বাচিত

লন্ডন প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার ২০১৭/১৮ ইং সেশনের বার্ষিক মজলিসে শুরা সম্মেলন ১১ মার্চ শনিবার লন্ডন প্লাস্টো জামেয়া ইসলামিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত দুই অধিবেশনে অনুষ্ঠিত সম্মেলনে প্রথম অধিবেশনে নির্বাহী বৈঠক শাখা সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওলানা ফয়েজ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত হয়। ২য় অধিবেশনে কেন্দ্র মনোনীত নির্বাচন কমিশনার যুক্তরাজ্য শাখার উপদেষ্টা শায়খ মাওলানা তরিকুল্লাহ ও শায়খুল হাদিস মাওলানা আব্দুর রহমানের পরিচালনায় যুক্তরাজ্যের বিভিন্ন শাখা ও শহর থেকে আগত বিপুল সংখ্যক শুরা সদস্যের অংশগ্রহণে ২০১৭/১৮ ইং সেশনের জন্য ২৯ সদস্য বিশিষ্ট বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার নির্বাহী কমিটি ও ১৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
সম্মেলনে সভাপতি হিসাবে শাইখুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক ও সাধারন সম্পাদক হিসাবে শায়েখ মাওলানা ফয়েজ আহমদ পূনঃনির্বাচিত হন। কমিটির অন্যান্য দায়িত্বশীলগণ হলেন, সহ সভাপতি মাওলানা আবদুস ছালাম, আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ নাজির, মাওলানা খতীব তাজুল ইসলাম,শায়েখ হাফিজ মাওলানা ইকবাল হোসেন,শায়েখ হাফিজ মাওলানা ছালেহ আহমদ,আলহাজ্ব মাওলানা আতাউর রহমান,মাওলানা ছালেহ হামিদী,মাওলানা শাহনূর মিয়া, সহ সাধারন সম্পাদক মুফতী ছালেহ আহমদ, ব্যারিষ্টার মাওলানা বদরুল হক, মাওলানা জাহাঙ্গীর খান, মাওলানা নাজিম উদ্দিন, মাওলানা মুছলেহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা শরিফ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ সৈয়দ শিহাব উদ্দিন (বার্মিংহাম), মাওলানা ছাদিকুর রহমান (লিডস), বাইতুলমাল সম্পাদক মাওলানা ফজলুল হক কামালী,সহ বায়তুল মাল সম্পাদক মাওলানা আবুল কালাম,প্রশিক্ষণ সম্পাদক শায়েখ মাওলানা সৈয়দ মাশহুদ আহমদ,প্রচার সম্পাদক হাফিজ মনজুরুল হক,সহ প্রচার সম্পাদক মাওলানা মুহিবুর রহমান মাছুম,সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান,সহ সমাজ কল্যাণ সম্পাদক মাষ্টার ফজল উদ্দিন,নির্বাহী সদস্য মুফতী সালাতুর রহমান মাহবুব,মুফতী মাহবুবুর রহমান,ক্বারী মাওলানা আব্দুল জলিল,হাফিজ শহির উদ্দিন,লন্ডন মহানগরীর সভাপতি ও সাধারণ সম্পাদক । সম্মানিত উপদেষ্টাবৃন্দ হলেন মাওলানা শায়েখ আবদুল আজিজ (বার্মিংহাম),শায়খ মাওলানা তরিকুল্লাহ (লন্ডন), শায়খুল হাদিস মাওলানা আবদুর রহমান (লন্ডন),মাওলানা আশরাফ আলী শিকদার (ব্রাডফোর্ড),মাওলানা আবদুল জলিল (ব্রাডফোর্ড),মাওলানা আবদুর রহমান (ক্যামব্রিজ), মাওলানা ফরিদ আহমদ খান (নিউপুট),মাওলানা সামছুদ্দিন (বার্মিংহাম),শায়খ মাওলানা ইয়াহয়া (ওল্ডহাম),হাফিজ জালাল উদ্দিন (ব্রাডফোর্ড), মাওলানা নরুল হক আমিনী (নিউক্যাসেল),মুফতী হাবীব নূহ, মাওলানা সাদেক আহমদ (লন্ডন),মুফতি ছাফির উদ্দিন,মুফতী শামীম মুহাম্মদ (ওল্ডহাম),হাফিজ মাওলানা ইউসূফ সালেহ (লন্ডন)। শুরা সম্মেলনে কোরআন তিলাওয়াত,শাখা সমূহের রিপোর্ট পেশ ও পর্যালোচনা ও যুক্তরাজ্য শাখার বার্ষিক রিপোর্ট পেশ ও পর্যালোচনা,বায়তুল মাল রিপোর্ট পেশ ও পর্যালোচনা,প্রস্তাব গ্রহণ,শাখা পূণর্গঠন,নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ,এহতেসাব,হেদায়েতী বক্তব্য,সভাপতির সমাপনী বক্তব্য,দু’আ ও মোনাজাত কর্মসূচির অন্তর্ভূক্ত ছিল ।

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

ডাক্তার যখন ডাকাত! (১ম – ৪র্থ পর্ব)

ইমদাদুল হক নোমানী:: ডাক্তার যখন ডাকাত!  (১ম পর্ব) মানুষ মাত্রই কম বেশী অসুস্থ হয়। একজন ...