অনলাইন ডেস্ক : দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত দেশটির প্রেসিডেন্ট পার্ক গিউন-হেইকে বরখাস্ত করেছেন। গণতান্ত্রিকভাবে নির্বাচিত দেশটির কোনো প্রেসিডেন্টকে বরখাস্তের ঘটনা এটাই প্রথম। খবর এএফপি, রয়টার্স, বিবিসির।
শুক্রবার দুর্নীতির কেলেংকারির জেরে পার্ককে পার্লামেন্টের করা অভিশংসনের পক্ষে রায় দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত।
রায়ে সাংবিধানিক আদালত বলেছেন, ‘পার্কের কর্মকাণ্ড গণতন্ত্রের চেতনা ও আইনের শাসনের গুরুতর ক্ষতি করেছে। প্রেসিডেন্ট পার্ক গিউন-হেকে বরখাস্ত করা হল।’
পার্কের অভিশংসনের পক্ষে সাংবিধানিক আদালত রায় দেয়ায় দেশটিতে মে মাসের মধ্যে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করা হবে।
গত বছরের ডিসেম্বরে পার্কের অভিশংসনের পক্ষে ভোট দেন দেশটির আইনপ্রণেতারা।
দুর্নীতির কেলেংকারির ঘটনায় গণআন্দোলনের মুখে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়।
পার্লামেন্টে পার্কের অভিশংসনের পক্ষে ভোট পড়ার পর থেকে প্রধানমন্ত্রী হওয়া কিও-আন ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।