বুধবার, ১১ই ডিসেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ দুপুর ২:৪৯
Home / আন্তর্জাতিক / ভারতে শিশু হত্যা : ১৯টি ভ্রূণ উদ্ধার করলো পুলিশ

ভারতে শিশু হত্যা : ১৯টি ভ্রূণ উদ্ধার করলো পুলিশ

ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুলিশ এক হাসপাতালের কাছে এক গর্তের মধ্যে গর্ভপাত করা ১৯টি মেয়ে শিশুর ভ্রূণ খুঁজে পেয়েছে।
পুলিশ কর্মকর্তারা বলছেন, ফেলে দেয়ার উদ্দেশ্য নিয়ে ভ্রূণগুলো মাটি চাপা দিয়ে রাখা হয়েছিল।
অবৈধ উপায়ে গর্ভপাত করাতে গিয়ে এক নারীর মৃত্যুর তদন্ত করতে গিয়ে তারা এই ভ্রূণগুলো খুঁজে পান বলে কর্মকর্তারা বলছেন।
ভারতের আন্দোলনকারীরা বলছেন, এই ঘটনা আবারও প্রমাণ করছে যে শত প্রচারণা সত্ত্বেও ভারতে মেয়ে ভ্রূণ হত্যা চলছেই।
সাঙলি জেলার পুলিশ সুপার দাতাত্রে শিন্ডে বলছেন, “মনে হচ্ছে একটি চক্র এসব গর্ভপাত ব্যবসার সাথে জড়িত। আমরা মৃত মহিলার স্বামীকে গ্রেফতার করেছি এবং পলাতক ডাক্তারকে ধরার জন্য প্রচেষ্টা চালাচ্ছি। ”
তবে ফেলে দেয়া ভ্রূণ আবিষ্কারের এটাই প্রথম ঘটনা না।
২০১২ সালে মধ্যপ্রদেশের ইন্দোর শহরে একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে আটটি, এবং ২০০৯ সালে মহারাষ্ট্রে ১৫টি মেয়ে শিশুর ভ্রূণ আটক করা হয়।
ছেলে সন্তানের কামনায় ভারতে দম্পতিদের মধ্যে মেয়ে ভ্রূণ হত্যা করার প্রবণতা রয়েছে। সরকার একে নিষিদ্ধ করেছে।

– বিবিসি বাংলা

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

ইরাকের অভ্যন্তরে হস্তক্ষেপ বন্ধ করুন: আমেরিকাকে মুকতাদার হুঁশিয়ারি

কমাশিসা: ইরাকের প্রভাবশালী শিয়া ধর্মীয় নেতা মুকতাদা আল-সাদ্‌র তার দেশের অভ্যন্তরীণ ব্যাপারে আমেরিকার হস্তক্ষেপের তীব্র ...