অনলাইন ডেস্ক : পাক-আফগান সীমান্তের তিনটি চেক পোস্টে গতকাল রবিবার রাতে জঙ্গিদের হামলায় ৫ সৈন্য নিহত হয়েছে। এ সময় উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়।
আজ সোমবার পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, সন্ত্রাসীরা হামলা চালানোর পর নিরাপত্তা বাহিনীর সদস্যরাও পাল্টা হামলা চালায়। এতে ১০ সন্ত্রাসী নিহত হয়।
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া মোহমান্দ এজেন্সিতে সন্ত্রাসীদের হামলা প্রতিরোধ করায় পাকিস্তানি সৈন্যদের প্রশংসা করেন।
জেনারেল বাজওয়া সৈন্যদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেছেন, সেনাবাহিনী দেশের সাহসী সন্তানদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
এদিকে কোনো সংগঠন বা গোষ্ঠী এ ঘটনার দায়িত্ব স্বীকার করেনি। সীমান্তবর্তী অঞ্চলটিতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান সাধারণত তৎপরতা চালিয়ে আসছে।