বুধবার, ১১ই ডিসেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ বিকাল ৪:১৯
Home / আন্তর্জাতিক / পাকিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে ৫ সৈন্য নিহত

পাকিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে ৫ সৈন্য নিহত

অনলাইন ডেস্ক : পাক-আফগান সীমান্তের তিনটি চেক পোস্টে গতকাল রবিবার রাতে জঙ্গিদের হামলায় ৫ সৈন্য নিহত হয়েছে। এ সময় উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়।

আজ সোমবার পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, সন্ত্রাসীরা হামলা চালানোর পর নিরাপত্তা বাহিনীর সদস্যরাও পাল্টা হামলা চালায়। এতে ১০ সন্ত্রাসী নিহত হয়।

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া মোহমান্দ এজেন্সিতে সন্ত্রাসীদের হামলা প্রতিরোধ করায় পাকিস্তানি সৈন্যদের প্রশংসা করেন।

জেনারেল বাজওয়া সৈন্যদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেছেন, সেনাবাহিনী দেশের সাহসী সন্তানদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

এদিকে কোনো সংগঠন বা গোষ্ঠী এ ঘটনার দায়িত্ব স্বীকার করেনি। সীমান্তবর্তী অঞ্চলটিতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান সাধারণত তৎপরতা চালিয়ে আসছে।

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

ইদলিবের মাধ্যমেই সিরিয়ার বিজয় সুচিত হবে ইনশাআল্লাহ!

ইদলিবে শিয়া মুনাফেক রুশ কাফেরদের এক কথায় তুলাধুনা চলবে……. প্রস্তুত তুরস্কের নৌবাহিনী সেনাবাহিনী বিমানবাহিনী। ইতিমধ্যেই ...