রবিবার, ১০ই নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ ভোর ৫:৩৯
Home / আন্তর্জাতিক / কাশ্মীরে সেনাদের গাড়িতে হামলা, নিহত ৩ সেনা
ফাইল ফটো

কাশ্মীরে সেনাদের গাড়িতে হামলা, নিহত ৩ সেনা

অনলাইন ডেস্ক : ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে সেনাবাহিনীর গাড়িবহরে বিচ্ছিন্নতাবাদীরা অতর্কিত হামলা চালিয়েছে। এতে তিন সেনা ও এক নারী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্যের সূত্র উল্লেখ করে এএফপির খবরে জানানো হয়, কাশ্মীরের দক্ষিণে সোপিয়ান জেলায় এ ঘটনা ঘটে। একটি তল্লাশি অভিযান শেষে সেনারা যখন ফিরছিলেন, তখন বিচ্ছিন্নতাবাদীরা এ হামলা চালায়। এতে ছয়জন সেনা আহত হন। পরে তাঁদের মধ্যে তিনজন মারা যান।

নাম না প্রকাশের শর্তে পুলিশের একজন মুখপাত্র জানান, শ্রীনগরে সেনাবাহিনীর হাসপাতালে আহত তিন সেনা চিকিৎসাধীন।

সেখানকার এরিয়া পুলিশ সুপারিনটেনডেন্ট তাহির সালিম ওই নারী সম্পর্কে এএফপিকে বলেন, হামলাস্থলের কাছে ওই নারী ছিলেন। বিচ্ছিন্নতাবাদীরে ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে ওই নারীর গায়ে লাগলে তাঁরও মৃত্যু হয়।

গত বছর নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে কাশ্মীরি জঙ্গিদের ‘পোস্টার বয়’ বুরহান মুজাফফর ওয়ানি নিহত হয়। এরপর এ ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে এই উপত্যকা। এখন পর্যন্ত এসব সংঘর্ষে ৯০ জনের বেশি সাধারণ মানুষ নিহত ও হাজারো মানুষ আহত হয়েছে।

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

ইদলিবের মাধ্যমেই সিরিয়ার বিজয় সুচিত হবে ইনশাআল্লাহ!

ইদলিবে শিয়া মুনাফেক রুশ কাফেরদের এক কথায় তুলাধুনা চলবে……. প্রস্তুত তুরস্কের নৌবাহিনী সেনাবাহিনী বিমানবাহিনী। ইতিমধ্যেই ...