শুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১১:২৯
Home / কবিতা-গল্প / আমিন মুনশির তিনটি ছড়া

আমিন মুনশির তিনটি ছড়া

ইচ্ছে স্বাধীন
ইচ্ছে হলেই লিখতে পারি
ইচ্ছে হলেই পড়তে পারি
ইচ্ছে হলেই করতে পারি
যখন যা চাই বেশ,
ইচ্ছে হলেই ঘুরতে পারি
ইচ্ছে হলেই উড়তে পারি
ইচ্ছে হলেই বুঝতে পারি
স্বাধীন একটি দেশ |
নতুন বর্ষ
নতুন দিনে নতুন আলোয়
নতুন হাওয়ার স্পর্শ,
নতুন রূপে উঠবে রবি
আজ যে নতুন বর্ষ ।
নতুন দিনে তরুণরা সব
গাইবে নতুন গান,
নতুন রঙে ফুটবে হাসি
নতুন আশার বান |
পথের ছেলেগুলি
একটি ছেলে পথের ধারে
জীবন কাটায়,
একটি ছেলে উপোস থেকে
জীবন বাঁচায় ।
একটি ছেলে পেপার বেচে
জীবন চালায়,
একটি ছেলে বন্দি থাকে
জীবন খাঁচায় ।
একটি ছেলে স্বপ্ন দেখে
জীবন রাঙায়,
একটি ছেলে দুঃখ-শোকে
জীবন হারায় |

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

আজান শুনে ক্ষেপে গেলেন আ’লীগ নেতা আনহার চেয়ারম্যান!

নিজস্ব প্রতিবেদক : আনহার মিয়া। বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ...