রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সকাল ৬:২১
Home / আন্তর্জাতিক / মুসা আ. কে অবমাননায় তুরস্কের ম্যাগাজিন বন্ধ

মুসা আ. কে অবমাননায় তুরস্কের ম্যাগাজিন বন্ধ

অনলাইন ডেস্ক : হযরত মুসা আ. কে নিয়ে বিদ্রূপাত্মক এবং আপত্তিকর কার্টুন প্রকাশের জন্য তুরস্কের বিখ্যাত ম্যাগাজিন ‘গিরগির’ বন্ধ করে দেয়া হয়েছে।

হযরত মুসা আ. কে নিয়ে বিদ্রূপাত্মক কার্টুনটি এর আগে স্যোশাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার ঝড় তোলে।

তুরস্কের প্রেসিডেন্ট মুখপাত্র ইব্রাহিম গ্যালিন এ ব্যাপারে সমালোচনা করে বলেন, এধরনের ব্যাঙ্গ কোন বাক স্বাধীনতার মধ্যে পরে না। এটি নিছক একটি অনৈতিকতা। আমরা ধর্মীয় পবিত্রতা নিয়ে এধরনের ব্যাঙ্গকে তীব্র নিন্দা জানায়।

গিরগির তুরস্কের প্রসিদ্ধ কার্টুন ম্যাগাজিন।

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

বিশ্ব ইজতেমায় গেলে কি হজ্বের সওয়াব মিলে?

খতিব তাজুল ইসলাম: তাবলীগ জামাতের সংকট ও কয়েকটি প্রশ্ন? তাবলীগ জামাত নিয়ে যে সংকট সেটা ...