শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ দুপুর ১:২১
Home / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্রগামী বিমান থেকে মুসলিম যাত্রীদের নামিয়ে দেয়া হলো

যুক্তরাষ্ট্রগামী বিমান থেকে মুসলিম যাত্রীদের নামিয়ে দেয়া হলো

অনলাইন ডেস্ক: মার্কিন প্রেডিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শরণার্থী বিষয়ক নতুন অধ্যাদেশ জারি করার পর যুক্তরাষ্ট্রগামী এক বিমান থেকে ৬ মুসলিম যাত্রীকে নামিয়ে দেয়া হয়েছে। ট্রাম্প নির্বাহী আদেশ জারি করার পর এটাই প্রথম পদক্ষেপ করা হচ্ছে।

গতকাল মিসরের কায়রো থেকে যুক্তরাষ্ট্রগামী একটি ফ্লাইট থেকে পাঁচজন ইরাকি ও একজন ইয়ামেনি মুসলিমকে নামিয়ে দেয়া হয়। তারা ইজিপ্ট ইয়ার ৯৮৫ এর যাত্রী ছিলো।

উল্লেখ্য, গত শুক্রবার ডোনাল্ড ট্রাম্প  চারমাসের জন্য সব ধরনের শরণার্থী, অস্থায়ীভাবে সাত মুসলিম দেশ এবং অনির্দিষ্টকালের সিরিয়ান নাগরিকদের ভিসা প্রদানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। সূত্র : আরব নিউজ

ইআম

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

সীমান্তে অভিবাসী শিশুদের তাড়াতেও কাঁদানে গ্যাস!

কমাশিসা: কাঁদানে গ্যাসের ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারদিক। আতঙ্কে ছুটোছুটি করছে অনেকগুলি পরিবার। শিশুদের জাপটে ধরেছেন ...