বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ দুপুর ১:৪৭
Home / আন্তর্জাতিক / ট্রাম্পকে তালেবানের হুশিয়ারি

ট্রাম্পকে তালেবানের হুশিয়ারি

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ার করল তালেবান। আফগানিস্তানের তালেবান গেরিলারা ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছেন, সেনা সরিয়ে নিন অনথ্যায় ‘লজ্জাজনক’ পরাজয়ের জন্য প্রস্তুত হোন। খবর পার্সটুডে‘র

তালেবানের নিজস্ব ওয়েবসাইটে এ বিষয়ে এক খোলা চিঠি প্রকাশ করা হয়।

চিটিতে তালেবান বলেছে, ‘গত ১৫ বছর ধরে মার্কিন বাহিনী আফগানিস্তানে রক্তপাত ও ধ্বংসযজ্ঞ ছাড়া কিছুই অর্জন করতে পারে নি। সে কারণে এই যুদ্ধ বন্ধের প্রধান দায়িত্ব আপনার কাঁধে।’

চিঠিতে আরো বলা হয়েছে, কয়েক ট্রিলিয়ন ডলার ব্যয় করার পরও আফগানিস্তানে ফলাফলশূন্য যুদ্ধে মার্কিন বাহিনী তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।

বর্তমানে আফগানিস্তানে ৮,৪০০ মার্কিন সেনা রয়েছে এবং তারা সেখানে স্থানীয় বাহিনীকে প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ করছে।

আফগানিস্তান ও তালেবান ইস্যুতে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে তেমন কিছু বলেন নি। তবে, তার প্রতিরক্ষামন্ত্রী ‘পাগলা কুকুর’ খ্যাত জেমস ম্যাটিস এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেনারেল মাইকেল ফিন আফগানিস্তান দখলদারিত্বের ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন।

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

ইদলিবের মাধ্যমেই সিরিয়ার বিজয় সুচিত হবে ইনশাআল্লাহ!

ইদলিবে শিয়া মুনাফেক রুশ কাফেরদের এক কথায় তুলাধুনা চলবে……. প্রস্তুত তুরস্কের নৌবাহিনী সেনাবাহিনী বিমানবাহিনী। ইতিমধ্যেই ...