আবারো আলোচনায় হলিউড অভিনেত্রী লিন্ডসে লোহান। হ্যাঁ, এবার অবশ্য নেতিবাচক কোন খবরে না, ভাল খবরই দিয়েছেন বিশ্ব ভক্তশ্রোতাদের।
তাকে নিয়ে এবারের আলোচনার কারণ, বিশ্ব মিডিয়ায় খবর রটেছে তিনি ইসলাম ধর্ম গ্রহন করেছেন বলে। তার কারণও অবশ্য এভাবে ব্যাখা করা হয়েছে, লোহান তার অফিসিয়াল টুইটার ও ইন্সটাগ্রামে নিজের ছবির পরিবর্তে বায়োগ্রাফিতে ইংরেজিতে লিখেছেন ‘আলাইকুম সালাম বা Alaikum salam’।
আর এই লেখার রেশ ধরে গত দুদিন ধরে সারাবিশ্বের শোবিজে এ খবর বাতাসের আগে আগে রটে গেছে। এতেই গণমাধ্যমগুলো ধারনা করছে নিজের ধর্মীয় বিশ্বাসে পরিবর্তন এনেছেন লোহান।
গেল বছর একবার কোরআন শরীফ হাতে লিন্ডসে লোহানের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সেটাকে বন্ধুদের দেয়া গিফট বলে জানান লোহান।
তবে এ বিষয়ে খোলাখুলিভাবে লোহান কিছু বলেন নি। গতবারের মতো এবারের খবরটিও ভাইরাল হয়েছে সব ধরণের সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে পুরো ঘটনা জানতে আরো অপেক্ষা করতে হবে।
সূত্র: মিরর
এটাও পড়তে পারেন
আদর্শ দাম্পত্য জীবনের উপমা
মাওলানা আবু তাহের মেসবাহ শিক্ষক ও লেখক কিছু দিন আগে আমার এক প্রিয় তালিবে ইলম দেখা করতে ...