আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল রাহিল শরীফকে সৌদি আরবের নেতৃত্বাধীন কথিত ইসলামি সামরিক জোটের প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে এবং তাকে সৌদি আরব পদায়ন করা হয়েছে।
পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এ কথা জানিয়েছেন। বেসরকারি চ্যানেল জিও টিভির ‘নয়া পাকিস্তান’ অনুষ্ঠানের সঙ্গে আলাপের সময় এ কথা জানান খাজা আসিফ। এ সংক্রান্ত একটি চুক্তি কয়েক মাস আগে চূড়ান্ত হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, রাহিল শরীফকে নিয়োগ দেয়ার আগে পাক সেনা সদর দফতর থেকে প্রয়োজনীয় অনুমোদন নেয়া হয়েছে। এ ছাড়া, পাক সরকারের ইচ্ছা অনুযায়ীই তাকে নিয়োগ দেয়া হয়। অনেক দিন ধরেই এ নিয়ে আলাপ-আলোচনা চলছিল এবং পাক প্রধানমন্ত্রী এ বিষয়ে অবহিত আছেন বলে উল্লেখ করেন তিনি। অবশ্য এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে অস্বীকার করেন খাজা আসিফ।
গত বছরের নভেম্বর মাসে সেনা প্রধানের পদ থেকে অবসর নিয়েছেন রাহিল শরীফ।
ইয়েমেনে এক তরফা আগ্রাসন শুরুর পর ২০১৫ সালে কথিত ইসলামি সামরিক জোট গঠনের ঘোষণা দেয় সৌদি আরব। ৩৪টি দেশকে নিয়ে এ জোট গঠনের কথা বলা হলেও অনেক দেশের নাম তাৎক্ষণিকভাবে তাদের অজ্ঞাতেই ঘোষণা করা হয়েছিল কোনো কোনো খবরে দাবি করা হয়েছিল।