শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সন্ধ্যা ৭:২১
Home / আন্তর্জাতিক / মালয়েশিয়ায় একসঙ্গে ৩০ বিয়ে

মালয়েশিয়ায় একসঙ্গে ৩০ বিয়ে

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার সুলতান ইদ্রিস শাহ কমিটি মসজিদে একদিনে একসাথে ৩০ দম্পতির বিয়ের আয়োজন করেছেন। শনিবার মালয়েশিয়ার ইপোতে ৩০টি বিয়ের আয়োজন করা হয়।

হেলমি আমির নূরদিন (২০) এবং নূর আথিরা মোহাম্মদ রাদজুয়ান (২২) নামের এক দম্পতি বলেন আমাদের বিয়েটাকে স্মরণীয় করে রাখার জন্য এই বিশাল বিয়ের আয়োজনের সাথে আমরাও বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি।

এভাবে বিয়ে করার ফলে সবার সাথে আমরা আনন্দ শেয়ার করতে পারবো এবং সেই সাথে আমাদের বিয়ের খরচটাও কম লাগবে। আমরা টাকা নষ্ট করতে চাই না। ভবিষ্যতের জন্য আমরা টাকা জমা রাখতে চাই।

এ বিশাল আয়োজনের মাধ্যমে আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। সত্যিই এটা আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে বলে জানান হেলমি।

এ বিয়ের জন্য প্রত্যেক দম্পতিকে ১২০০ রিংগিত করে পে করতে হয়েছে এবং এক দম্পতি সর্বোচ্চ ৫০জন আত্মীয়স্বজন ও বন্ধু বান্ধবকে দাওয়াত করতে পারবেন।

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

ইরাকের অভ্যন্তরে হস্তক্ষেপ বন্ধ করুন: আমেরিকাকে মুকতাদার হুঁশিয়ারি

কমাশিসা: ইরাকের প্রভাবশালী শিয়া ধর্মীয় নেতা মুকতাদা আল-সাদ্‌র তার দেশের অভ্যন্তরীণ ব্যাপারে আমেরিকার হস্তক্ষেপের তীব্র ...