সত্যের মহাজয়
সূর্য যেমন মেঘের পিছে
উঁকি দিয়ে হাসে
সত্য তেমন আঁধার টুটে
বাস্তবতায় আসে।
সত্য কথা বলতে জানি
আসবে অনেক বাঁধা
মিথ্যে বলে নিজের গায়ে
লাগিও না কাদা।
মিথ্যার জয় দেখে তুমি
করো যদি ভয়
অবাক হয়ে দেখবে শেষে
সত্যের মহাজয়।
জাগো
তোমার ভিতর আছে অনেক
মেধা-মনন সুপ্ত
জানতে লোকে পারছে না তা
রাখছো তুমি গুপ্ত।
তোমার আছে জ্ঞানের আলো
ভালো কাজের মন্ত্র
সমাজ যেটা খুঁজছে এখন
সঠিক পথের তন্ত্র।
তোমার প্রেমে দেশ-জনতার
মনের ভাষা যুক্ত
সমাজ যেটা পাচ্ছে না আজ
সুখ পিপাসায় ‘ভুক্ত’।
নিজকে তুমি লুকিয়ে রেখে
আর হয়ো না লুপ্ত
তোমার ছোঁয়ায় জাগুক গ্রহ
শান্তিরা হোক মুক্ত।