রবিবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১:৪৭
Home / দেশ-বিদেশ / জুনাইদ জামশেদের জানাজা শুক্রবার; ইমাম মুফতি তাকি উসমানি

জুনাইদ জামশেদের জানাজা শুক্রবার; ইমাম মুফতি তাকি উসমানি

taqi-usmaniকমাশিসা: বিশ্ববিখ্যাত  ইসলামি স্কলার ও সঙ্গীত শিল্পী জুনাইদ জামশেদের জানাজা নামাজ শুক্রবার বাদ জুমা অনুষ্ঠিত হবে।

পাকিস্তানের নিউজ ৯২ জানিয়েছে, গতকাল বিমান বিধ্বস্তে শাহাদাত বরণকারী জুনাইদ জামশেদের নামাজে জানাজা শুক্রবার দারুল উলুম কৌরাঙ্গি করাচিতে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই তাঁর মরদেহ গ্রহণ করতে বড়ভাই ইসলামবাদে রওয়ানা হযেছেন। জুনাইদ জামশেদের জানাজার নামাজ পড়াবেন মুফতি তাকি উসমানি।

গতকাল পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) বিমানটি ৪৭ যাত্রী নিয়ে চিত্রাল থেকে ইসলামাবাদে যাওয়ার পথে বিধ্বস্ত হয়। নিহত হয় সব যাত্রী। জুনায়েদ জামশেদসহ বিমানে তার স্ত্রী নেহা জুনায়েদও নিহত হয়েছে। সূত্র: দৈনিক পাকিস্তান উর্দু

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

আজ ঐতিহাসিক ১৮ই এপ্রিল!

মুহাম্মাদ আব্দুল্লাহ আল-মামুন:: আজ ১৮ এপ্রিল, বাংলাদেরশের ইতিহাসে একটি বিজয়ের দিন। ২০০১ সালের এই দিনে ...