কমাশিসা : ইসলামিক স্টেটের সাবেক মুখপাত্র মার্কিন হামলায় নিহত হওয়ার পর সম্প্রতি সংগঠনটি তাদের নতুন মুখপাত্র নির্বাচিত করেছে। অনলাইনে প্রকাশিত এক অডিও বার্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় মিডিয়া টাইমস অব ইন্ডিয়া।
নতুন মুখপাত্র হিসেবে আইএস’র আবি আল-হাসান আল মুহাজেরকে পরিচয় করিয়ে দেয়া হয়।
অডিও বার্তাটিতে নতুন মুখপাত্রের বক্তব্যও প্রকাশ করা হয়। বার্তার কিছু অংশে মুহাজের বলেন, “মনে রাখবেন, আল্লাহ সহায়তা ধৈর্য্যের সঙ্গেই আসে এবং অনেক হতাশার পরই সমৃদ্ধি আসে। ইতিহাস এর আগে এমন পরিস্থিতি দেখেনি। এখন আপনারা দেখছেন কিভাবে আমেরিকার এবং ইউরোপ ও সমাজতান্ত্রিক রাশিয়ার বিরুদ্ধে জিহাদ করা হচ্ছে।”
উল্লেখ্য, গত আগস্ট মাসে সিরিয়ায় মার্কিন বিমান হামলায় নিহত হয়েছিলেন সংগঠনটির সাবেক মুখপাত্র আবু মোহাম্মদ আল আদনানি। যদিও তার মৃত্যুর সংবাদ গত সেপ্টেম্বর মাসে প্রথম প্রকাশ করে যুক্তরাষ্ট্র।