শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সকাল ১১:১৩
Home / দেশ-বিদেশ / রোহিঙ্গা ফেরাতে সফল কিন্তু ইয়াবা ফেরাতে ব্যর্থ কেন?

রোহিঙ্গা ফেরাতে সফল কিন্তু ইয়াবা ফেরাতে ব্যর্থ কেন?

কমাশিসা : মিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের বাংলাদেশে প্রবেশে বাধা দিতে সক্ষম হলেও বর্তমান সরকার ইয়াবার চালান ফেরাতে কেন ব্যর্থ প্রশ্ন করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ।
সোমবার সন্ধ্যায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নাগরপুর সরকারী কলেজ মাঠ প্রাঙ্গণে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, দেশে বর্তমানে সুশাসন নেই, দুর্নীতিতে ছেয়ে গেছে দেশ। রাজনীতি হয়ে পড়েছে পরিবারতান্ত্রিক। পুলিশ প্রশাসনের বেপরোয়া আচরণে মনে হচ্ছে তারাই দেশ পরিচালনা করছে। অথচ আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য। যেখানে একজন রিকশা ওয়ালার ছেলে উপযুক্ত হলে দেশের প্রেসিডেন্ট হবে। তাদেরকে আমি আমার গামছা মার্কা ধরার জন্য আহ্বান জানাই।
উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের আহ্বায়ক মো. বাবুল দেওয়ানের সভাপিতিত্বে অন্যান্যদের বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান তালুকদার (খোকা) বীর প্রতীক, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, যুগ্ন-সম্পাদক ইকবাল সিদ্দিকী, সম্মেলন প্রস্তুতি কমিটির সাধারণ সম্পাদক হাসমত আলী নেতা প্রমুখ।
এসময় কৃষক শ্রমিক জনতা লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণির ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

আজ ঐতিহাসিক ১৮ই এপ্রিল!

মুহাম্মাদ আব্দুল্লাহ আল-মামুন:: আজ ১৮ এপ্রিল, বাংলাদেরশের ইতিহাসে একটি বিজয়ের দিন। ২০০১ সালের এই দিনে ...