শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সন্ধ্যা ৬:৫৭
Home / দেশ-বিদেশ / দেওবন্দের ছাত্রদের অগ্রীম ভাতা দিলো কতৃপক্ষ!

দেওবন্দের ছাত্রদের অগ্রীম ভাতা দিলো কতৃপক্ষ!

দেওবন্দ থেকে মুহাম্মাদ নাজমুল ইসলাম : ভারতে ১০০০ ও ৫০০ নোট বদলের কারণে কঠিন পেরেশানীতে সকল জনগণ। এ পেরেশানি দারুল উলূমের ছাত্র উস্তাদকেও এড়িয়ে যায় নি। উস্তাদ ছাত্র সবাই-ই এ ভুগান্তির স্বীকার। টাকা বদল করতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও টাকা বদল করা সম্ভব হচ্ছে না। অপরদিকে ব্যাংক থেকেও একদিনে দুইহাজারের বেশি টাকা উঠানো যাচ্ছে না। তাও আবার যদি ভোর ৪টায় লাইনে দাড়ানোর পর নিজ সিরিয়াল আসে! অন্যদিকে দূরদূরান্ত থেকে আগত ইলম পিপাসু ছাত্ররাও নিজ বাড়ি এবং দেশ থেকে টাকা আনা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।
এমতাবস্থায় মাদরাসার দারুল ইকামা থেকে ছাত্রদের এমন অবস্থা বিবেচনা করে এক জরুরি নোটিশ টানানো হয়। তাতে বলা হয়, প্রত্যেক ছাত্র নিজ একাউন্ট নাম্বার অথবা অন্য কোনো সাথী ভাইয়ের একাউন্ট নাম্বার দারুল একামায় জমা দেয়ার জন্য। এবং সে অনুযায়ী প্রত্যকের সারা বছরের অগ্রীম ভাতা একসাথে দিয়ে দেয়া হবে।
উল্লেখ্য যে, দারুল উলূমের ছাত্রদের জন্য মাদরাসার তরফ থেকে জরুরী খরচাদির জন্য মাসে ২০০ রুপি ভাতা দেয়া হয়।

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

আজ ঐতিহাসিক ১৮ই এপ্রিল!

মুহাম্মাদ আব্দুল্লাহ আল-মামুন:: আজ ১৮ এপ্রিল, বাংলাদেরশের ইতিহাসে একটি বিজয়ের দিন। ২০০১ সালের এই দিনে ...