মুহাম্মাদ নাজমুল ইসলাম, দারুল উলূম দেওবন্দ থেকে : বিশ্বের অন্যতম শীর্ষ ইসলামি বিদ্যাপিঠ দারুল উলুম দেওবন্দের প্রায় ৩০ কোটি রুপির বাজেট ঘোষণা হয়েছে আজ। ১৫ নভেম্বর সকালে মাজলিসে শুরার বৈঠকে এ বাজেট ঘোষণা করা হয়। বাজেটে আগামী বছরের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৯ কোটি ৬৯ লক্ষ ৯৫ হাজার রুপি।
জানা যায়, দু’দিনব্যাপী অনুষ্ঠিত মাজলিসে শুরার বৈঠকে মাদরাসার বার্ষিক বাজেট বৃদ্ধি, শিক্ষা ব্যবস্থাপনার মান উন্নয়নসহ রাষ্ট্রের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়৷
সম্প্রতি ভারতে ১০০০ ও ৫০০ রুপি নোটের উপর করা নিষেধাজ্ঞার ব্যাপারেও আলোচনা করেন মাজলিসে শুরা কমিটি৷
দারুল উলুম দেওবন্দের নাজিমে তালিমাতের (শিক্ষাসচিব) দায়িত্ব পালনরত মাওলানা আহমদ আলী স্বীয় পদ থেকে ইস্তিফা চেয়ে মজলিসে শুরা বরাবর নোটিশ প্রদানের পর মজলিসে শুরার সিদ্ধান্ত অনুযায়ী দারুল উলুম দেওবন্দের নতুন নাযিমে তালিমাত হিসেবে নির্বাচিত করা হয় মুফতি ইউসুফ তাওলভীকে৷