রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সকাল ৬:২৩
Home / সংবাদ / আইসিওতে বেফাক মহাসচিব; স্বাস্থের অবনতি
বেফাক মহাসচিব আল্লামা আবদুল জব্বার জাহানাবাদী

আইসিওতে বেফাক মহাসচিব; স্বাস্থের অবনতি

কমাশিসা :: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের মহাসচিব মাওলানা আবদুল জব্বার জাহানাবাদীর স্বাস্থের অবনতি হওয়ায় তাকে আইসিওতে নেওয়া হয়েছে।  বেশ কয়েকদিন যাবৎ মাওলানা আবদুল জব্বার হলি ফ্যামিলিতে চিকিৎসাধীন আছেন। শুক্রবার রাতে অধ্যাপক অাবু হেনা মস্তুফার পরামর্শে মাওলানা আবদুল জব্বারকে গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে মিডিয়াকে জানিয়েছেন বেফাকের সহকারী মহাপরিচালক মাওলানা জুবায়ের আহমদ চৌধুরী।

তিনি টেলিফোনে আরও জানান,  গতকাল শুক্রবার মহাসচিব সাহেবের স্বাস্থের অবনতি লক্ষ্য করলে ডাক্তার তাকে আইসিওতে নেওয়ার পরামর্শ দেয়। হার্ট সমস্যা, কিডনি ও ফুসফুসে পানি জমলে তার স্বাস্থের অবনতি হয়। তখনই আইসিওতে নেওয়ার পরামর্শ দেখা দেয়।

দেশবাসীর কাছে মহাসচিবের জন্য দুয়াও কামনা করেন মাওলানা জুবায়ের আহমদ চৌধুরী।

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়’ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: এফবিআই

কমাশিসা ডেস্ক:: ‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়’ নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছে ...