চট্টগ্রাম প্রতিনিধি :: গতকাল ০১ নভেম্বর মঙ্গলবার বাদ আসর চট্টগ্রাম নগরস্থ কার্যালয়ে আগামী ৯ ডিসেম্বর খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরীর ওলামা ও সুধী সমাবেশ উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগরী খেলাফত মজলিসের সভাপতি অধ্যাপক এ.এস.এম খুরশিদ আলম বলেন- হত্যা, সন্ত্রাস ও উগ্রবাদকে ইসলাম সমর্থন করে না। ইসলামের সঠিক শিক্ষা থেকে জাতিকে দূরে রাখার কারণে আজ ইসলামের নামে উগ্রবাদ ও সন্ত্রাসের সৃষ্টি হচ্ছে।
চট্টগ্রাম মহানগরী সাধারণ সম্পাদক অধ্যাপক আবু সিদ্দিকের পরিচালনায় উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আহমদুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক মাওলানা আমজাদ হোসাইন, বায়তুলমাল সম্পাদক মাওলানা জালাল উদ্দীন মাসুম, ছাত্র মজলিস কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী সভাপতি ইয়াসির আরাফাত, খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরী সহ-সাধারণ সম্পাদক মাওলানা শিহাব উদ্দীন কামালী, উলামা বিষয়ক সম্পাক মাওলানা মুস্তাফা কামাল, কোতোয়ালি থানা সভাপতি মাওলানা বদরুল হক, পতেঙ্গা থানা সভাপতি মুহাম্মদ ইয়াহয়া, মাওলানা আবু তাহের তুরাবী, মাওলানা জসিম উদ্দীন প্রমুখ। বিজ্ঞপ্তি