কুতায়বা আহসান:
গাজাকে ডুবানোর উপযুক্ত কোনো প্রতিদান দিতে আমরা অক্ষম, আমরা কেবল মিসরীয় সকারকে অসংখ্য ধন্যবাদ জানাই মিসরীয় সেনাবিহিনী কর্তৃক সাগর থেকে পাইপ লাইনের সাহায্যে গাজা ও মিসর সীমান্তে ফিলিস্তিনি মুজাহিদদের খননকৃত বাংকার ও সেখানে মজুদ গোলাবারুদ নষ্ট করে দেয়ার জন্য পানি ঢুকিয়ে দেয়ার ইসরাইল সরকার মিসরীয় সরকারকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছে। ফিলিস্তিন অথোরিটি ইসরাইলের একটি সংবাদপত্রের ভাষ্য উল্লেখ করে বলেছে মিসরীয় সেনাবাহিনী পানি প্রবাহ ঘটিয়ে সন্ত্রাসীদের আস্তানার যে ক্ষতিসাধন করছে ইসরাইল এর উপযুক্ত প্রতিদান দিতে অক্ষম। আমরা কেবল অন্তরের অন্তস্থল থেকে মিসরীয় সেনাবাহিনীর এ পদক্ষেপকে সাধুবাদ জানাই। ইসরাইলি পত্রিকার সংবাদ ভাষ্যে জানা যাচ্ছে প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু সহ তার মন্ত্রী পরিষদের সকল সদস্য মিসরীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন এবং এ ধারা অব্যাহত রাখার জন্য মিসর সরকারকে আবেদন জানিয়েছেন। উল্লেখ্য যে গত বৃহস্পতিবার সন্ধ্যায় মিসরীয় বাহিনী সাগর থেকে পাইপ লাইনের সাহায্যে গাজা সীমান্তে পানি ঢুকাতে থাকলে গাজার কয়েকটি গ্রাম সহ ফসলের মাঠ ডুবে যায়। মিসরীয় সেনাবাহিনী বলছে তারা অস্ত্রের স্মাগলিং ঠেকানোর উদ্দেশ্যে এ পদক্ষেপ নিয়েছে। তারা বলছে মিসরীয় বিদ্রোহীরা এখান থেকে অস্ত্র সংগ্রহ করে সরকারের বিভিন্ন স্বার্থকেন্দ্র আঘাত হানছে। সাগরের লবনাক্ত পানি স্থানীয় মিঠাপানির সাথে মিশে যাওয়ায় ওখানে এখন পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। এ ছাড়া লবণাক্ততার দরুন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।
আখবারে আলমী ডটকম