রবিবার, ১০ই নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ ভোর ৫:১২
Home / মাহফিল / বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলা পুনর্গঠন

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলা পুনর্গঠন

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলা পুনর্গঠন
এম, সুহায়েল আহমদ সভাপতি ,আতিক আল মাহমুদ সাধারন সম্পাদক

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট জেলা ও মহানগর শাখর উদ্যোগে বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ ২১সেপ্টেম্বর,বিকাল­৪ঘঠিকার সময় সিলেট লালদিঘির পাড় মজলিস কার্যালয়ে অনুষ্ঠিত হয় । সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ হারুনুর রশীদ। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক এম,রহমত আলী,বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর সাধারন সম্পাদক মাওঃএমরান আলম,জেলার সহ সাধারন সম্পাদক,সাবেক ছাত্র নেতা হাঃমাওঃআতিকুর রহমান, সাবেক ছাত্র নেতা মাওঃআরিফুল হক ইদ্রিস,সাবেক ছাত্র নেতা মাওঃকবির আহমদ,প্রমুখ।। সহযোগী সদস্য সমাবেশে ২০১৫-২০১৬ সেশনে সিলেট পশ্চিম জেলা শাখা পুূনর্গঠন করা হয়।নব গঠিত কমিটির দায়িত্তশীলরা হলেন সভাপতি এম, সুহায়েল আহমদ,সাধারন সম্পাদক আতিক আল মাহমুদ, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,বায়তুলমাল সম্পাদক হাফিজ আব্দুল কুদ্দুস, প্রচার সম্পাদক জাহাংীর আলম, অফিস সম্পাদক নুর উদ্দিন আহমদ ।

বার্তা প্রেরক: মুফতি সালেহ আহমদ12037823_622933014511127_78188473_o

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসার কারণেই দেশের মানুষ এত ধর্মপরায়ন: স্বরাষ্ট্রমন্ত্রী

গতকাল ৩ মার্চ শুক্রবার বিকালে রাজধানীর ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষক সমিতি এর ...