সোমবার, ৪ঠা নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১০:৫২
Home / আন্তর্জাতিক / ইসলাম ধর্মকে হেয় করার অভিযোগে গায়ক রিমান্ডে

ইসলাম ধর্মকে হেয় করার অভিযোগে গায়ক রিমান্ডে

malaysian_rapperইসলাম ধর্মকে হেয় করায় মালয়েশিয়ায় রিম্যান্ডে নেয়া হয়েছে জনপ্রিয় ও বিতর্কিত গায়ক নেইময়িকে, যার আসল নাম উয়ি মেং শি। ‘ও মাই গড’ নামে নিজের সর্বশেষ মিউজিক ভিডিওতে দেশটির বিভিন্ন ধর্মীয় স্থাপনার সামনে নেইময়ি ও তার ব্যান্ড যেভাবে নেচে নেচে গান গেয়েছেন, তাতে ইসলাম ধর্মকে হেয় করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

তবে, শনিবার মিউজিক ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করার সময় ঐ গায়ক বলেছিলেন, গানটি ধর্মীয় সম্প্রীতির কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এর পরদিনই গ্রেপ্তার হন তিনি।

গানটি পোষ্ট করার একদিনের মধ্যেই প্রায় কুড়িটি বেসরকারি প্রতিষ্ঠান এ নিয়ে অভিযোগ জানায় সরকারের কাছে। মূলত চাইনিজ ম্যান্ডারিন ভাষায় গান করেন নেইময়ি।

সূত্র : বিবিসি

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

বিশ্ব ইজতেমায় গেলে কি হজ্বের সওয়াব মিলে?

খতিব তাজুল ইসলাম: তাবলীগ জামাতের সংকট ও কয়েকটি প্রশ্ন? তাবলীগ জামাত নিয়ে যে সংকট সেটা ...