রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ দুপুর ২:২৬
Home / খোলা জানালা / কোরবানির গোশত বিতরণ কর্মসূচী, ব্যাপক প্রস্তুতি

কোরবানির গোশত বিতরণ কর্মসূচী, ব্যাপক প্রস্তুতি

জামেয়া মাদানিয়া ইসলামিয়া, কাজির বাজার মাদরাসা,

12038172_468842363240726_6778698158390168620_nকমাশিসা ডেস্ক: আল-খায়ের ফাউন্ডেশন ইউ,কে এর অর্থায়নে জামেয়া মাদানিয়া ওয়েল ফেয়ার ট্রাস্টের উদ্যোগে কোরবানির গোশত বিতরণ সর্মসূচী সফলের লক্ষ্যে আজ জামেয়া মাদানিয়া ইসলামিয়া মিলনায়তনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জামেয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা ছামিউর রহমান মুছার সভাপতিত্বে অনুষ্ঠানে সভায় সিলেটের বিভিন্ন স্পটে কোরবানির গোশত বিতরণের জন্য মনোনীত দায়িত্বশীলবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় গোশত বিতরণে অর্থায়ত করা আল-খায়ের ফাউন্ডেশন এবং জামেয়া মাদানিয়া ওয়েল ফেয়ার ট্রাস্ট এর চোয়ারম্যান Khatib Tajul Islam কে মোবারকবাদ জানানো হয়। সভায় সমাজের অনাথ বিকলাঙ্গ এবং অসহায়দের গোশত বিতরণে প্রধান্য দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।12042854_468842496574046_2298161887098774107_n

এবং বিতরণ কর্মসূচী শান্তিপূর্ণ ও সুষ্টভাবে বাস্তবায়নে ব্যাপক কর্মসূচী গ্রহন করা হয়। প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন জামেয়ার মোহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, মাওলানা আব্দুর রহমান ইউসুফ, মাওলানা শাহ আব্দুস সালাম ছালিক, মাওলানা জুলফিকার মাহমুদী, মাওলানা আব্দুল খালিক, মাওলানা হারুনুর রশীদ, হাফিজ মাওলানা মুশফিকুর রহমান মামুন, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা যুবায়ের আহমদ,মাওলানা এখলাছুর রহমান, হাফিজ মাওলানা হেলাল আহমদ প্রমুখ।

12006081_468842409907388_2308189681205943102_n

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

তথ্যমন্ত্রীর পদত্যাগ চাইলেন চলচ্চিত্রকর্মীরা!

কমাশিসা ডেস্ক:: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর পদত্যাগ দাবি করেছে চলচ্চিত্রকর্মীদের সমন্বিত সংগঠন ‘চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ ...