জাগতিক এবং ধর্মীয় শিক্ষার বিভাজন আপনি কিভাবে দেখেন ?
কমাশিসা অনুসন্ধান ডেস্ক:
জাগতিক বলতে যদি এই জগতকে বুঝানো হয় তাহলে আমরা এই জগতের অধিবাসী। জগতে বসবাস ও বেঁচে থাকার জন্য যা প্রয়োজন যা দরকারি তাই শিখতে হবে করতে হবে। এখানে বিভাজনের প্রশ্নই আসেনা। যারা জাগতিক বিষয়কে উপেক্ষা করে তাদের হয় কবরে চলে যেতে হবে কিংবা জগতের বাহিরে অন্য কোথাও।কারণ খেলাফতে রাশেদার অনুসরণে সমাজকে পরিচালনা করতে হলে আমাদের সবকিছুর প্রয়োজন আছে।
– শাইখুল হাদীস আল্লামা হাবীবুর রাহমান। প্রিন্সিপাল জামেয়া মাদানিয়া কাজির বাজার সিলেট। মহামান্য আমীর বাংলাদেশ খেলাফত মজলিস।
(মিরাজ রাহমানের সাথে সংক্ষিপ্ত এক সাক্ষাত্কারে তিনি এই মন্তব্য করেন।)