وَعَن عُمَرَ بنِ الخطَّابِ رضي الله عنه، قَالَ : قَالَ رَسُول الله ﷺ: «مَنْ نَامَ عَنْ حِزْبهِ مِنَ اللَّيلِ، أَوْ عَنْ شَيءٍ مِنْهُ، فَقَرَأَهُ مَا بَيْنَ صَلاةِ الفَجْرِ وَصَلاةِ الظُّهْرِ، كُتِبَ لَهُ كَأَنَّمَا قَرَأَهُ مِنَ اللَّيلِ».
অর্থ : ওমর ইবনে খাত্তাব রা. বলেন— রাসূলুল্লাহ স. বলেছেন— যে ব্যক্তি তার রাতের অজিফা (নামাজ, তেলাওয়াত ইত্যাদির মতো নিয়মিত আমল) রেখে ঘুমিয়ে যায়, এরপর সে তা ফজর ও জোহরের মধ্য সময়ে পড়ে নেয়, তাহলে তার জন্য রাতে পড়ার মতোই (সওয়াব) লেখা হয়।
[সহিহ মুসলিম, হাদিস ৭৪৭]