বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ৮:২০
Home / আমল / পুণ্যের পথ অনেক

পুণ্যের পথ অনেক

One-True-Path-عَنْ أَبِي ذَرٍّ جُنْدبِ بنِ جُنَادَةَ رضي الله عنه، قَالَ: قُلْتُ : يَا رَسُولَ الله، أيُّ الأَعْمَالِ أفْضَلُ ؟ قَالَ: «الإيمانُ باللهِ وَالجِهادُ في سَبيلِهِ».قُلْتُ : أيُّ الرِّقَابِ أفْضَلُ ؟ قَالَ: «أنْفَسُهَا عِنْدَ أهلِهَا وَأكثَرهَا ثَمَناً».قُلْتُ : فإنْ لَمْ أفْعَلْ ؟ قَالَ: «تُعِينُ صَانِعاً أَوْ تَصْنَعُ لأََِخْرَقَ».قُلْتُ : يَا رَسُولَ الله، أرأيْتَ إنْ ضَعُفْتُ عَنْ بَعْضِ العَمَلِ ؟ قَالَ: «تَكُفُّ شَرَّكَ عَنِ النَّاسِ؛ فإنَّهَا صَدَقَةٌ مِنْكَ عَلَى نَفْسِكَ».مُتَّفَقٌ عليه

অর্থ : আবু যর জুনদুব ইবন জুনাদা রা. বলেন— একবার আমি বললাম— হে আল্লাহর রাসূল স. কোন্ আমল সর্বোত্তম?

তিনি বললেন— আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা ও তার পথে জিহাদ করা।

আমি বললাম— কোন্ ক্রীতদাস মুক্ত করা সর্বোত্তম?

তিনি বললেন— যে তার মালিকের দৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ ও অধিক মূল্যবান।

আমি বললাম— যদি আমি এ সব (কাজ) করতে না পারি।

তিনি বললেন— তুমি কোনো কারিগরের সহযোগিতা করবে অথবা অকর্মণ্যের কাজ করে দেবে।

আমি বললাম— হে আল্লাহর রাসূল, আপনি বলুন, যদি আমি (এর) কিছু কাজে অক্ষম হই (তাহলে)?

তিনি বললেন— তুমি মানুষের ওপর থেকে তোমার মন্দকে নিবৃত্ত করো। তাহলে তা হবে তোমার পক্ষ থেকে তোমার নিজের জন্য সদকাস্বরূপ।

[সহিহ বুখারি, হাদিস ২৫১৮]

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

আধ্যাত্মিকতা

ডক্টর আব্দুস সালাম আজাদী:: আধ্যাত্মিকতা **************** রুহানিয়্যাত বা আধ্যাত্মিকতা ইসলামের এক গুরুত্বপূর্ণ বিষয়। এর মূল ...