শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সকাল ৬:৫০
Home / আমল / আল্লাহকে যে ভালোবাসে, তার প্রতি আল্লাহর ভালোবাসা

আল্লাহকে যে ভালোবাসে, তার প্রতি আল্লাহর ভালোবাসা

21510_872852139498474_1506268692366061918_nعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه، قَالَ : قَالَ رَسُولُ اللهِ ﷺ: «إنَّ الله تَعَالَى قَالَ : مَنْ عَادَى لِي وَلِيّاً فَقَدْ آذَنْتُهُ بالحَرْبِ، وَمَا تَقَرَّبَ إِلَيَّ عَبْدِي بشَيءٍ أَحَبَّ إلَيَّ مِمَّا افْتَرَضْتُ عَلَيهِ، وَمَا يَزَالُ عَبْدِي يَتَقرَّبُ إلَيَّ بالنَّوافِلِ حَتَّى أُحِبَّهُ، فَإذَا أَحبَبتُهُ كُنْتُ سَمعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ، وَبَصَرَهُ الَّذِي يُبْصِرُ بِهِ، ويَدَهُ الَّتي يَبْطِشُ بِهَا، وَرِجْلَهُ الَّتِي يَمْشي بِهَا، وَإنْ سَأَلَني أعْطَيْتُهُ، وَلَئِنِ اسْتَعَاذَنِي لأُعِيذَنَّهُ». رواه البخاري

অর্থ : আবু হোরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ স. বলেছেন— নিশ্চয় আল্লাহ তায়ালা বলেন— যে ব্যক্তি আমার কোনো বন্ধুর সাথে শত্রুতা করবে, তার বিরুদ্ধে আমার যুদ্ধের ঘোষণা রইলো। আমার বান্দা যে সমস্ত জিনিসের মাধ্যমে আমার নৈকট্য লাভ করে, তার মধ্যে আমার কাছে প্রিয়তম জিনিস হলো, যা আমি তার ওপর ফরজ করেছি। আর আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করতে থাকে, পরিশেষে আমি তাকে ভালবাসা শুরু করি। এরপর যখন আমি তাকে ভালবাসি, তখন আমি তার সেই কান হয়ে যাই, যার দ্বারা সে শোনে । তার সেই চোখ হয়ে যাই, যার দ্বারা সে দেখে । তার সেই হাত হয়ে যাই, যার দ্বারা সে ধরে এবং তার সেই পা হয়ে যাই, যার দ্বারা সে চলে । আর সে যদি আমার কাছে কিছু চায়, তাহলে আমি তাকে দিই এবং সে যদি আমার আশ্রয় চায় তাহলে আমি অবশ্যই তাকে আশ্রয় দিই।

[সহিহ বুখারি, হাদিস ৬৫০২]

কান, চোখ, হাত ও পা হয়ে যাওয়ার অর্থ হলো, আল্লাহ সন্তুষ্টি মোতাবেক সে শোনে, দেখে, ধরে ও চলে।

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...