প্রথমে মনে করেছিলাম দোকানে বোধয় আগুন লেগে জামা কাপড় পুড়ে গেছে। পরে ভাবলাম দোকানের মালিকের ছেলে মেয়ে বোধয় গাড়ি এক্সিডেন্টে কিছু হয়েছে তাদের স্মৃতিতে এই জামাকাপড়….
পরে অভয় নিয়ে জমায় হাত বুলাই ।
পড়ে দেখি টি শার্টের দাম ৩৫০০ টাকা ও ছেড়া জিন্সের দাম ৫৬০০ টাকা ।
পরে জিগ্গেস করলাম ভাই, এগুলো কি ১৯৭১ সালের যুদ্ধের জামা কাপড়? যদি এমনি হয় তাহলে এগুলো তো মিউজিয়ামে রাখবেন, এগুলো সরকারের সম্পত্তি!
দোকানদার কহে— ভাইরে যত ছিড়া ফাটা তত ফ্যাশন, তত বেশি দাম।
আমি বল্লাম, ভাই আমার কিছু ঘর মোছার তেনা আছে তবে এত বেশি ছিড়ে নাই, শিউর। কিনবেন?
আমি কহিলাম, বাহ কি সুন্দর আমাদের দেশের মানুষের মন,
এই ঈদে কে ফকির আর কে ধনি আর বোঝা যাবেনা রে বাছা ধন?