হে চন্দ্র, যাকে আকাশ স্বপ্নেও দেখেনি, এসো!
হে আগুন, যাকে পানি নেভাতে পারে না, জ্বলো!
হে রক্ত, পরিণত হও মদে!
হে হৃদয় কাবাব হয়ে যাও!
যে দিগন্তের নাম জানা নেই, সেখান থেকে আসছে ঝিরঝির হাওয়া
যে নদীতে সুর বয়ে যায়, তার রুপালী স্রোত
আমাকে ভাসিয়ে নিতে অজানা পাহাড় থেকে ছুটে আসছে
রাত জেগে আছে স্বপ্ন আর জোসনায় তৈরী ফুলের শিহরণেে
আনন্দের মধুকর পেয়েছে মধু
তার পাখার হালকা কম্পনে বাগান চমকে উঠলো এই মাত্র!
এই বাগান কোথায়?- জানতে চেয়ো না
বাগানই সৌন্দর্য এবং সে নিজেই তার দর্শক
প্রতিটি বৃক্ষ মাতাল, প্রতিটি পাতা নৃত্যপর
এখন অমৃতসুধা আর ইচ্ছে মতো পান
এখন স্বর্গীয় শরাবখানা প্রমত্ত্ব হবে
এখন নিজের পুতুল ভেঙ্গে বেহুঁশ হবো
সুন্দরের মুখমণ্ডলে চুমুর আরামে!
এবং সজাগ হবো প্রেমের তন্তুতে
জান্নাতের তিয়াসে কতো কেটেছে রাত দিন
কিন্তু প্রেমিকের তন্তুর লাগি তিয়াসী জান্নাত!