বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ৯:১৮
Home / কওমি অঙ্গন / কওমি শিক্ষা ও আমার চিন্তা !

কওমি শিক্ষা ও আমার চিন্তা !

13227793_539352632914827_2326310099814355367_o

টাকা আর ক্ষমতা দুটোই তাবীজের চেয়ে আরো বেশি শক্তিশালী। তাই সংস্কার প্রক্রিয়া কেমনে আগায় তা নিয়ে আমরা ভাবছি কোনটা আগে প্রয়োগ করি….!!!

শাইখ জুলফিকার মাহমুদী::

ইসলাম যেভাবে পরিপূর্ণ ঠিক তার শিক্ষাও পরিপূর্ণ ৷ জীবন, সমাজ, রাষ্ট্রের সব ক্ষেত্রেই ইসলামের শিক্ষা রয়েছে ৷ যেটি পূর্ণ নয়; একেবারে পরিপূর্ণ। প্রস্রাব-পায়খানার নিয়ম থেকে রাষ্ট্র পরিচালনার নিয়ম পর্যন্ত এমন কোন বিষয় নেই যেখানে ইসলামি নীতিমালা নেই ৷ যেখানে নীতিমালা সেখানেই শিক্ষা ৷ কওমি মাদরাসা শিক্ষা ব্যবস্থা মূলতঃ ইসলামি শিক্ষারই এক ধাপ ৷
কিন্তু আজ বাংলাদেশর কওমি মাদরাসাসমূহে কি যেন এক ধরনের একগুয়েমী চলছে! তাই বহুকাল থেকে তার লক্ষ্য অর্জনে পৌছাতে পূর্ণ না হলেও ব্যর্থতার পাল্লা অনেক ভারী ৷ তাই সংস্কারের আওয়াজ উঠছে ৷ আওয়াজ উঠছে ঐক্যের, আওয়াজ উঠছে কৌশল পরিবর্তনেরও ৷ এ সমস্ত কথাগুলো পত্রিকার পাতায় লিখার প্রয়োজন ছিল না ৷ এগুলো ছিল ঘরোয়া ব্যপার। আপসের মধ্য আলোচনা করে সমাধান করাই ছিল যুক্তিযুক্ত। কিন্তু বাধ্য ! কে শুনে কার কথা! সবাই সভাপতি! সবাই সেক্রেটারি! যেন আমিই আমি ৷ আমার একটু অভিজ্ঞতার কথা বলি। বাংলাদেশে ছোটবড় সহ প্রায় ১৯ টির মত কওমি শিক্ষা বোর্ড আছে ৷ একেক বোর্ডের নেসাব, ক্লাসের নাম, শিক্ষাবর্ষ ইত্যাদী ভিন্ন ভিন্ন ৷ এগুলোর মাধ্যমে যেভাবে আলেম-উলামার পরস্পর হিংসা-বিদ্বেষ বাড়ছে, ঠিক পূর্ণ লক্ষ্য অর্জনেও ব্যর্থ ৷ ক্ষয় হচ্ছে সমূহ মেধা ৷ নামে বেনামে ইসলামের ক্ষতি করছে, হচ্ছে অহরহ ৷
একরম চিন্তা মাথায় নিয়ে শুরুতে মোবাইলে টাকা ঢাললাম ১০০পরে আরো অনেক ৷ শুরু করলাম বোর্ড কর্তৃপক্ষের কাছে ফোন ৷ প্রতিনিধিদের কাছে ফোন দিয়ে থ হয়ে গেলাম তাদের উত্তর শোনে ৷ যাতে প্রতিনিধি কি বললেন এগুলো বলার প্রয়োজন নেই ৷ যাইহোক, কিছু কিছু প্রতিনিধি সাক্ষাতে আলোচনা করতে বললেন ৷ আমি এই সুযোগটিকে হাতছাড়া না করতে শুরু করলাম দেখা সাক্ষাত নিজ খরচে, বিনা স্বার্থে উম্মাহর প্রয়োজনে ৷ অবশ্য সকল প্রতিনিধির সাথে সাক্ষাতের সুযোগ হয়নি। তবে যাদের সাথেই সাক্ষাত হয়েছে কারো কাছেই আশার আলো পাইনি ৷ তখন আমার মনে হয়েছিল (আল্লাহ না করুন) আলেম-উলামাদের ঐক্য করার দুটি সুরত আছে- এক টাকা, দুই ক্ষমতা ৷ যারা যারা টাকার লোভে, ক্ষমতার লোভে, পদ-পদবীর লোভে বাঁধা হয়ে আছেন তাদেরকে টাকা ইত্যাদির মাধ্যমে হাদিয়া দিয়ে দেখি কি করা যায়। তবুও যদি ঐক্য প্রক্রিয়ার কাজ না হয় তখন শুরু করবো ক্ষমতার ব্যবহার ৷
সকল কওমি বোর্ড এক হতে হবে ৷
এক নেছাব হতে হবে ৷
একই নামে ক্লাসের নাম হতে হবে ৷
একই ধারায় শিক্ষক নিয়োগ দিতে হবে ৷
শতভাগ tc’র ব্যবস্থা করতে হবে ৷
যখনতখন শিক্ষক বিদায় চলবে না ৷
শিক্ষকদের মানসম্মত বেতন-ভাতার ব্যবস্থা করতে হবে ৷
যখন তখন ক্লাস বর্ধন বন্ধ করতে হবে।
শিক্ষকে শিক্ষকে হবে না কোন দন্ধ ৷
ইসলামের প্রথমিক শিক্ষাকে ব্যাপক করতে হবে ৷ যিনি এসকল প্রক্রিয়ায় বাঁধা হবেন, বিশেষ করে যিনি ঐক্য প্রক্রিয়ায় বাঁধা হয়ে দাঁড়াবেন উনাকে মুনাসিব মত জেল / জরিমানা ইত্যাদির,  আয়োজন হলে তখন দেখবো এক নেসাব এক বোর্ড হয় কি না! কিন্তু নয় মন তেলও হবে না ঘোড়াও নাচবেনা ৷ তাই ক্ষমতা-ই চাই চাই-ই ৷
এখনো কিন্তু হাল ছাড়িনি ৷ বুকভরা আশা নিয়ে শুরু করেছি লেখা ৷ এতে প্রাণ যায়  মান যায়  যাক ৷ দেখি মাওলায় কি করে ৷ আমার মত ও চিন্তা-চেতনায় হাজার হাজার কওমি তরুণ আলেম আজ ঐক্যবদ্ধ ৷ সবাই খুঁজে সমস্যা কোন জাগায়? সবাই ঐক্যমত, পদে আছেন অথচ বাস্তবতা  বুঝেন না, কতবড় সমস্যা৷ সাথে আছে টাকায় বিক্রির খেলা ৷ এ জন্য প্রথমে এফবিতে লেখালেখি শুরু করেছি ৷ সবাই বলে আমিও আছি ৷ কিন্তু বাঁধাও কম হয়নি। হ্যাক করা হয়েছে আইডি, ব্লক করা হয়েছে অনেক ৷ তবুও ক্লান্ত নই, হবোও না ৷ যতক্ষণ পাবো না কোন ফলাফল আমাদের  আন্দোলন চলছে চলবে ৷ কমাশিসা আমাদের চিন্তাকে ছড়িয়ে দিচ্ছে বিশ্বময়। বর্তমানে অনেক বড় বড় হুমড়া চোমড়াগণ নড়ে চড়ে বসেছেন। সাথে থাকুন দেখি মাওলায় কি করে ৷

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...