وَعَنْ أَبِي مُوسَى الأشعَرِي رضي الله عنه، قَالَ : كَانَ النَّبيُّ ﷺ إِذَا أتاهُ طَالِبُ حَاجَةٍ أقبَلَ عَلَى جُلَسَائِهِ، فَقَالَ: «اشْفَعُوا تُؤْجَرُوا، وَيَقْضِي الله عَلَى لِسَانِ نَبِيِّهِ مَا أَحَبَّ». وفي رواية: «مَا شَاءَ».
অর্থ : আবু মূসা আশআরি রা. বলেন— যখন নবী স.-এর কাছে কোনো প্রয়োজন প্রার্থী আসতো, তখন তিনি তার সঙ্গীদের দিকে মুখ ফিরিয়ে বলতেন— (এর জন্য) তোমরা সুপারিশ করো, তোমাদের প্রতিদান দেওয়া হবে। আর আল্লাহ তায়ালা তার নবীর জবানে যা পছন্দ করেন, তা ফায়সালা করে দেন।
[সহিহ বুখারি, হাদিস ৪১৮]