মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১১:৫২
Home / দারস / সুপারিশ করার সওয়াব

সুপারিশ করার সওয়াব

helpوَعَنْ أَبِي مُوسَى الأشعَرِي رضي الله عنه، قَالَ : كَانَ النَّبيُّ ﷺ إِذَا أتاهُ طَالِبُ حَاجَةٍ أقبَلَ عَلَى جُلَسَائِهِ، فَقَالَ: «اشْفَعُوا تُؤْجَرُوا، وَيَقْضِي الله عَلَى لِسَانِ نَبِيِّهِ مَا أَحَبَّ». وفي رواية: «مَا شَاءَ».

অর্থ : আবু মূসা আশআরি রা. বলেন— যখন নবী স.-এর কাছে কোনো প্রয়োজন প্রার্থী আসতো, তখন তিনি তার সঙ্গীদের দিকে মুখ ফিরিয়ে বলতেন— (এর জন্য) তোমরা সুপারিশ করো, তোমাদের প্রতিদান দেওয়া হবে। আর আল্লাহ তায়ালা তার নবীর জবানে যা পছন্দ করেন, তা ফায়সালা করে দেন।

[সহিহ বুখারি, হাদিস ৪১৮]

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

তিন শ্রেণির মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না

প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণির মানুষের ওপর আল্লাহর জান্নাত হারাম অর্থাৎ এই ...