শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১:১৩
Home / মুসলিম বিশ্ব / দক্ষিণ সুদানে তেলের ট্যাংকার বিস্ফোরণে নিহত ১৭০

দক্ষিণ সুদানে তেলের ট্যাংকার বিস্ফোরণে নিহত ১৭০

fireকমাশিসা ডেস্ক: দক্ষিণ সুদানে জ্বালানি তেলের ট্যাংকার বিস্ফোরণে নিহত হয়েছেন ১৭০ জন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে আরও বলা হয়, গুরুতর আহত হয়েছে বিপুল সংখ্যক মানুষ। তার মধ্যে অনেকের অবস্থা গুরুতর । ফলে নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় সময় বুধবারস দেশটির রাজধানী জুবার পশ্চিমাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। তথ্যমন্ত্রী চার্লস কিসাঙ্গার জানান, নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে পড়া ট্যাংকারটি থেকে স্থানীয়রা জ্বালানি তেল সংগ্রহ করার সময় বিস্ফোরণ ঘটলে এ হতাহতের ঘটনা ঘটে। তেলবাহী এ গাড়িটি জুবার পশ্চিমাঞ্চলের ইকুয়াতরিয়া যাচ্ছিল। তিনি বলেন, যারা আহত হয়েছে তাদের অবস্থাও সংকটাপন্ন। আমাদের পর্যাপ্ত মেডিকেল সরঞ্জাম নেই এবং মনে হচ্ছে এই আহত লোকদেরও আমরা বাঁচাতে পারবো না। কারণ তাদের শরীরের বেশিরভাগ জায়গাই পুড়ে গেছে। দারিদ্র্যপীড়িত অঞ্চলে এ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে এবং আহতদের যথাসাধ্য চিকিৎসা দিতে নির্দেশ দিয়েছে সরকার।

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

ইদলিবের মাধ্যমেই সিরিয়ার বিজয় সুচিত হবে ইনশাআল্লাহ!

ইদলিবে শিয়া মুনাফেক রুশ কাফেরদের এক কথায় তুলাধুনা চলবে……. প্রস্তুত তুরস্কের নৌবাহিনী সেনাবাহিনী বিমানবাহিনী। ইতিমধ্যেই ...