শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ বিকাল ৪:০৬
Home / বিজ্ঞান-প্রযুক্তি / বিমানের জানালায় ছিদ্র থাকে কেনো?

বিমানের জানালায় ছিদ্র থাকে কেনো?

air-picযারা বিমানে চড়েছেন, তারা কি কখনো একটা বিষয় লক্ষ্য করেছেন? কখনো কি দেখেছেন, জানলার একেবারে নিচে একটি ছিদ্র থাকে? কেনো থাকে এই ছিদ্র? অনেকের মনেই কৌতূহল জেগে ওঠে । তবে মনে রাখতে হবে, এটা বিমানের সাধারণ কোনো ডিজাইন মাত্র নয়। এর পেছনেও সত্যি একটি কারণ আছে।
আগেই বলে রাখি, কেউ দেখে থাকলেও ঘাবড়ানোর কিছু নেই। এর জন্য কখনো প্রাণহানি ঘটেনি। বরং এই ছিদ্রটি রাখা হয় বায়ুর চাপ মোকাবিলার জন্য। এই ছিদ্রটির কারণেই বিমানের জানালা মারাত্মক বায়ুচাপেও ভেঙে যায় না।
জানা যায়, গড়ে প্রতিটি বিমানের জানালায় তিন স্তরে কাচ থাকে। বায়ুচাপের কথা ভেবে বাইরের এবং মাঝখানের কাচগুলি লাগানো হয়। ভারসাম্য তৈরিতে এই কাচ দু’টির ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। ছিদ্রটি মাঝখানের কাচেই থাকে। এই ছিদ্রগুলো বায়ুচাপের তারতম্যের মধ্যে ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে।

সৌজন্যে : জাগো নিউজ২৪.কম

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

ফেসবুক কি বন্ধ হয়ে যাচ্ছে?

কমাশিসা প্রতিনিধি:: তোপের মুখে পড়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। অনেকের মনে এখন প্রশ্ন জেগেছে ...