শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ বিকাল ৪:১৬
Home / আমল / কেয়ামতের দিন আল্লাহ তায়ালার চারজন সাক্ষী থাকবে

কেয়ামতের দিন আল্লাহ তায়ালার চারজন সাক্ষী থাকবে

6e464d45dee53441190562b94f779c84 - Copyকেয়ামতের দিন আল্লাহ তায়ালা চারটি সাক্ষী পেশ করবেন।

প্রথমত: মানুষের আমলনামা পেশ করা হবে। কোরআনে এসেছে—

وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَالِ هَٰذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا ۚ وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا ۗ وَلَا يَظْلِمُ رَبُّكَ أَحَدًا

যখন আমলনামা পেশ করা হবে তখন গুনাহগার লোকেরা নিজেদের কার্যকলাপ দেখতে পাবে তখন ভয়ে কাঁপতে থাকবে, এবং বলতে থাকবে, কোন ছোট থেকে বড় আমলই বাদ যাবে না যা সেখানে লেখা হয় নি। তারা তাদের কৃতকর্মকে সামনে উপস্থিত পাবে। আপনার পালনকর্তা কারও প্রতি জুলুম করবেন না। [সুরা কাহফ; আয়াত ৪৯]

দ্বিতীয়ত: ফেরেশতাগণ সাক্ষ্য দেবে। কোরআনে এসেছে—

وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ﴿١٠﴾كِرَامًا كَاتِبِينَ﴿١١

অবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে। সম্মানিত আমল লেখকবৃন্দ। [সুরা ইনফিতার; আয়াত ১০-১১]

তৃতীয়ত: শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ সাক্ষ্য দেবে; যেগুলোর মাধ্যমে মানুষ গোনাহ করে থাকে। কোরআনে এসেছে—

يَوْمَ تَشْهَدُ عَلَيْهِمْ أَلْسِنَتُهُمْ وَأَيْدِيهِمْ وَأَرْجُلُهُم بِمَا كَانُوا يَعْمَلُونَ

যেদিন প্রকাশ করে দেবে তাদের জিহবা, তাদের হাত ও তাদের পা, যা কিছু তারা করতো। [সুরা নুর; আয়াত ২৪]

চতুর্থত: আল্লাহর জমিন সাক্ষ্য দেবে। কোরআনে এসেছে—

يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا﴿٤﴾بِأَنَّ رَبَّكَ أَوْحَىٰ لَهَا﴿٥

সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে, কারণ, আপনার পালনকর্তা তাকে আদেশ করবেন। [সুরা যিলযাল; আয়াত ৪-৫]

সূত্র : আমল সে জিন্দেগি বনতি হ্যায়, পৃষ্ঠা ৫০

লেখক : জুলফিকার আহমাদ নকশবন্দি

অনুবাদ : মনযূরুল হক

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

তারাবীহ’র নামায ২০ রাকাত (১ম পর্ব)

মুফতী মাসুম বিন্নুরী:: (প্রথম পর্ব) ‘তারাবীহ’ শব্দটি আরবী শব্দ। এটা تَرْوِيْحَةٌ (তারবীহাতুন) এর বহুবচন। এর ...